COVID 19 In China (Photo Credit: File Photo)

বেজিং, ১১ মার্চ:  ফের লকডাউন (Lockdown) চিনে। কোভিডের (COVID 19) বাড়বাড়ন্তের জেরে এবার চিনের (China) উত্তর-পূর্ব শহর চাংচুন শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের সময় চাংচুন শহরের প্রত্যেক বাসিন্দা যাতে ঘরে থাকেন এবং কোভিড পরীক্ষা করান,  সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার চিন জুড়ে নতুন করে ৩৯৭ জন করোনায় আক্রান্ত হন। যার মধ্যে ৯৮ জন চাংচুনের ঝিলিন প্রদেশ থেকে আক্রান্ত হন। ওই খবর প্রকাশ্যে আসতেই চাংচুনে নতুন করে লকডাউনে ঘোষণা করা হয়। করোনা ঠেকাতে চিনে 'জিরো পলিসি' নেওয়া হয়। যাতে দেশের কোথাও কেউ করোনায় আক্রান্ত হলে,  তিনি সেরে না ওঠা পর্যন্ত প্রশাসনের তত্ত্বাবধানে থাকতে হয়।  এবার চাংচুনের ক্ষেত্রেও সেই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের সাহায্যে পশ্চিমী বিশ্ব এগিয়ে এলেও, তিনি ভয় পান না, হুঙ্কার পুতিনের

এদিকে চিনের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসেও করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে বলে খবর।