সিডনি, ৬ এপ্রিল: গোটা বিশ্ব জুড়ে ফের নতুন করে থাবা বসাতে শুরু করেছে করোনা (Corona)। চিন (China), ফ্রান্সের (France)মতো কোভিড অস্ট্রেলিয়াতেও থাবা বসাতে শুরু করেছে। বর্তমানে অস্ট্রেলিয়ার (Australia) নিউ সাউথ ওয়েলসে (New South Wales ) করোনা সবচেয়ে বেশি সংক্রমণ ঘটাচ্ছে বলে রিপোর্টে প্রকাশ। গত ২ দিনে অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসে কমপক্ষে ১০ হাজার আক্রান্ত হয়েছেন বলে খবর। ৎশেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার এখনও পর্যন্ত নিউ সাউথ ওয়েলসে ২৪,১৫১ জন কোভিডে আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৫ জনের। মঙ্গলবার নতুন করে আক্রান্ত হন ১৯,১৮৩ জন। সোমবার সংক্রমিত হন ১৫,৫৭২ জন। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে হু হু করে করোনার সংক্রমণ ঘটাচ্ছে।
তবে করোনার কোন প্রজাতির জেরে নিউ সাউথ ওয়লসে মানুষ আক্রান্ত হচ্ছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। পাশাপাশি করোনার নতুন হাইব্রিড প্রজাতি এক্সই অস্ট্রেলিয়ায় থাবা বসিয়েছে কি না, সে বিষয়েও কোনও স্পষ্ট ধারনা মেলেনি এখনও পর্যন্ত।
প্রসঙ্গত লন্ডনের পর ভারতেও থাবা বসিয়েছে করোনার নয়া প্রজাতি এক্সই। মুম্বইতে ইতিমধ্যেই করোনার এই প্রজাতিতে একজনের সংক্রমণের খবর মিলেছে।