Afghanistan Blast (Photo Credit: ANI/Twitter)

কাবুল, ৪ জুলাই:  ফের হামলা আফগানিস্তানে (Afghanistan)। সোমবার সকালে তালিবান সদস্য ভর্তি বাস হেরাট প্রদেশ দিয়ে যাওয়ার সময় আচমকাই হামলা চালানো হয়। যার জেরে হেরাট জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বন্দুকবাজদের নেতৃত্বেই কনভয় ভর্তি তালিব (Taliban) সদস্যদের উপর হামলা চালানো হয়। কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। হেরাট পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

হেরাট দিয়ে যাওয়ার সময় আচমকা একটি বাসের উপর হামলা চালানো হয়। বন্দুকবাজের হামলার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে কারও মৃত্যু না হলেও, ২০ জন তালিব সেনার আহত হওয়ার খবর মেলে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও হামলার জেরে গুরুতর আহত হন বলে খবর। তাঁদের প্রত্যেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন:  Mithun Chakraborty: এক বছর পর ফের রাজ্যে আসছেন মিঠুন চক্রবর্তী, যাবেন বিজেপির দলীয় কার্যালয়ে

প্রসঙ্গত গত ২ জুলাই আফগানিস্তানের নাননগরহর প্রদেশে একটি ধর্মীয় স্কুলে হামলা চালানো হয়। গ্রেনেড নিয়ে নানগরহর প্রদেশের ওই স্কুলে হামলা চালানো হয় বলে খবর। গত ২ জুলাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের হামলা আফগানিস্তানে।