Shatrughan Sinha Meets Pakistan President Arif Alvi: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ শত্রুঘ্ন সিনহার, আলোচনায় কাশ্মীর প্রসঙ্গ
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ শত্রুঘ্ন সিনহার (Photo: twitter@PresOfPakistan)

ইসলামাবাদ, ২৩ ফেব্রুয়ারি: পাকিস্তানে (Pakistan) বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির (Shatrughan Sinha) সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। শনিবার লাহোরে পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে তিনি দেখা করেছেন। যেখানে দুই নেতা দুই দেশের শান্তি সেতু নির্মাণের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, পাকিস্তানের রাষ্ট্রপতি এক টুইট বার্তায় একথা বলেছেন। পাকিস্তানের রাষ্ট্রপতির অফিসের তরফে একটি টুইটে বলা হয়েছে, "অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে রয়েছেন। তিনি গভর্নর হাউসে পাকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতাই অন্য বিষয় ছাড়াও কাশ্মীর (Kashmir) নিয়ে আলোচনা করেছেন।"

টুইটে বলা হয়েছে, আলভি এবং সিনহা উভয়ই একমত হয়েছেন যে উপমহাদেশে শান্তি বজায় রাখার জন্য দুই দেশেই এক হয়ে কাজ করার প্রয়োজন রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির টুইট অনুসারে, শত্রুঘ্ন সিনহা গত বছরের অগাস্ট থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরে জারি থাকা নিষেধাজ্ঞাগুলি সম্পর্কে পাকিস্তান রাষ্ট্রপতির উদ্বেগকে সমর্থন করেছেন। আরও পড়ুন: Coronavirus: ভারতীয় বায়ুসেনার বিমান ঢুকতে দিতে অনুমতি নিয়ে গড়িমসি চিনের

লাহোরের ব্যবসায়ী মিয়া আসাদ এহসানের আমন্ত্রণে সেখানে যান বর্ষীয়ান কংগ্রেস নেতা। পাক অভিনেত্রী রিমা খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে তাঁকে বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার পাশে বসে থাকতে দেখা গেছে। সোশাল মিডিয়ায় রিমার সেই পোস্ট থেকেই জানা গিয়েছে যে লাহোরে ওই বিয়ের অনুষ্ঠানটি হিনা ও আহমেদ নামে দুই পাক নাগরিকের। গতবছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। পাটনা সাহিব থেকেই লোকসভার কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট লড়েছিলেন। কিন্তু হেরে যান।