Photo Credit Twiter

তৃতীয়বারের জন্য চিনের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন জিংপিং। যার জেরে দেশের দীর্ঘতম প্রেসিডেন্ট পদে থাকার রেকর্ড গড়লেন তিনি। শুক্রবার পুনরায় তাঁকে এই পদের জন্য নির্বাচিত করা হয়।

ন্যাশনাল পিপল কংগ্রেসে হাজারেরও বেশি প্রতিনিধিরা এদিন জিং পিংকে প্রেসিডেন্ট পদ এবং দেশের সর্বোচ্চ সেনার পদের জন্য নির্বাচিত করেন। যদিও এটা নিছকই  একটা দেখানো অনুষ্ঠান মাত্র। তবে জিংপিং এর নির্বাচন প্রক্রিয়া অনেক আগেই হয়েছিল। চিনের কমিউনিস্ট দলেরও প্রধান হিসেবেও তিনি দায়িত্ব সামলাচ্ছেন।

২৯৫২ টি ভোটের বিনিময়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন জিংপিং। যদিও এর আগে প্রেসিডেন্ট পদে থাকার  সময়সীমা বিলুপ্ত করা হয়েছিল জিং পিং এর জন্য। সারাজীবন প্রেসিডেন্ট পদে থাকার বাধা দূর করার ক্ষেত্রে নেওয়া হয়েছিল এই ব্যবস্থা।

এছাড়া চিনের ভাইস প্রেসিডেন্ট পদে হ্যান জেনকে নির্বাচিত করা হয়েছে এনপিসির তরফে।

নিক্কেই এশিয়ার তরফে জানা গেছে যে, চিন ক্রমশই পূর্বের সোভিয়েত ইউনিয়নের মতো পুলিশ স্টেট এ পরিনত হচ্ছে। নতুন করে পুলিশব্যবস্থা সাজানো হচ্ছে যার সর্বোচ্চ মাথা হবেন জিং পিং। পুলিশি ক্ষমতাকে নিয়ন্ত্রনে রাখতে এই ব্যবস্থা বলে জানা যাচ্ছে।এই সব তথ্য উঠে এসেছে দলের ২০ তম সেন্ট্রাল কমিটির প্লেনারি অধিবেশনে।