Chinese Girl (Photo Credit: X)

দিল্লি, ১৬ জুলাই: প্রেমিক ইউক্রেনের (Ukraine)। তাই ইউক্রেনের ওই ব্যক্তির সঙ্গে সেক্সও (Sex) করেছেন তরুণী। সেই অপরাধেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয় চিনের (China) এক তরুণীকে। ইউক্রেনের যুবকের সঙ্গে সেক্স বা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অর্থ 'জাতীয় মর্যাদায় আঘাত'। যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ইউক্রেনের বাসিন্দার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে জাতীয় মর্যাদায় আঘাত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের (Chinese University) ওই পড়ুয়া (Chinese Girl)। তাই তাঁকে বিশিববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। এমনই জানানো হয় চিনের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে।

রিপোর্টে প্রকাশ, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর লি নামে চিনের এক বিশ্ববিদ্যালয়ের তরুণী ইউক্রেনের নাগরিকের সঙ্গে সম্পর্কে জড়ান। যা প্রকাশ্যে আসায় গত ৮ জুলাই সেখান থেকে তাঁকে বরখাস্ত করা হয়। ইউক্রেনের নাগরিকের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগেই লি-কে তাঁর বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।  পাওয়া যায় এমন খবর।

জানা যায়, সাংহাইতে লি-এর সঙ্গে পরিচয় হয় ইউক্রেনের নাগরিক ৩৭ বছরের টেসলেঙ্কোর সঙ্গে। এরপর টেসলেঙ্কোর সঙ্গে লি এক রাত কাটান। ওইওয়ান নাইট স্ট্যান্ডেই লি এবং টেসলেঙ্কো যৌনতায় লিপ্ত হন। শুধু তাই নয়, ওয়ান নাইট স্ট্যান্ডের পর টেসলেঙ্কো নিজেদের ঘনিষ্ঠ ছবি এবং ভিডিয়ো বেশ কিছু বন্ধুদের গ্রুপে পোস্ট করেন। যা ছড়িয়ে পড়তেই লি-কে হেনস্থার মুখে পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই একের পর এক হেনস্থার মুখে পড়তে হয় লি-কে। ওই ঘটনার লি-এর পরিবার, পরিজনের খোঁজ করে, তাঁদেরও হেনস্থা করা হয় বলে খবর। এরপরই লি-কে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়।

যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। লি তাঁর ব্যক্তিগত জীবনে কী করবেন, তা বিশিবিদ্যালয়ের দেখার কথা নয় বলে মন্তব্য করেন অনেকে। তবে কোনও কিছুতেই কাজ হয়নি। লি নামের ওই তরুণীকে বিশ্বিবিদ্যালয় থেকে বরখাস্ত করে দেওয়া হয়।

জানা যায়, টেসলেঙ্কোর পরিবার রয়েছে। স্ত্রী এবং এক সন্তান রয়েছেন। অন্যদিকে লি-এর প্রেমিক রয়েছেন। কেউ কাউকে নিজেদের পরিবার সম্পর্কে জানতে দেননি। তবে তা ফলপ্রসূ হয়নি। ইউক্রেনীয়র সঙ্গে সেক্স করায়, লি-কে সাজা দেওয়া হয় চিনের বিশ্ববিদ্যালয়ের তরফে।