কাবুল, ৩ সেপ্টেম্বর: চিন (China) তাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী৷ চিনের উপর তাঁরা ভরসা করেন৷ মার্কিন সেনা কাবুল ছাড়ার ৩ দিনের মাথায় চিনকে বন্ধুত্বের বার্তা দিয়ে এমন মন্তব্য করল তালিবান (Taliban)৷
তালিবানের অন্যতম মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid) শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, চিন তাঁদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু৷ আফগানিস্তানকে নতুন করে গঠন করতে বেজিং পুরোপুরি সাহায্যের আশ্বাস দিয়েছে৷ চিনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে পুরোপুরি বিশ্বাসী তাঁরা৷ ফলে বেজিংয়ের ওয়ান বেল্ট ওয়ান বেল্ট প্রকল্পের মাধ্যমে আফ্রিকা, ইউরোপ, এশিয়া মতো মহাদেশগুলির যোগাযোগ বাড়বে৷ ফলে এই প্রকল্প সুস্থভাবে তৈরি হোক, তাঁরা চান বলে জানান জবিউল্লাহ৷
আরও পড়ুন: Afghanistan: মোল্লা বরাদরের নেতৃত্বেই আফগানিস্তানে নতুন সরকার, বলছে তালিবান সূত্র
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানকে (Afghanistan) নতুন করে গড়তে চিন তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে৷ ফলে চিনের উপর তাঁদের আস্থা, বিশ্বাস রয়েছে বলেও জানান জবিউল্লাহ৷