China: চিনের চংকিং শহরে ভয়াবহ বিস্ফরণ, ক্যান্টিনে আটকে বহু
Explosion In China (Photo Credit: Twitter)

বেজিং, ৭ জানুয়ারি:  ভয়াবহ বিস্ফোরণে ( Explosion) কেঁপে উঠল চিনের চংকিং শহর। চংকিং (Chongqing) শহরের একটি সরকারি অফিসে ক্যান্টিনে বিস্ফোরণ হয়। যার জেরে ওই ক্যান্টিনে ২০ জন আটকে পড়েছেন বলে খবর। গ্যাস লিক করেই চংকিং শহরের ওই সরকারি অফিসের ক্যান্টিনে বিস্ফোরণ হয় বলে খবর প্রকাশ্যে আসে।

চংকিং শহরে বিস্ফোরণের খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী। চংকিংয়ের সরকারি অফিসের ক্যান্টিনে আটকে থাকা প্রত্যেককে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। আপাতত সেখানে দমকল ও বিপর্য মোকাবিলাকারী দলের ৫০টি গাড়ি পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:  Covid 19: ৪-৮ লক্ষ আক্রান্ত, জানুয়ারির শেষে ভারতে দৈনিক সংক্রমণ হতে পারে ভয়ঙ্কর মাত্রায়, আশঙ্কা

ওই ঘটনার জেরে বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে।