বেজিং, ১ এপ্রিল: করোনা (Corona) ফের নতুন করে থাবা বসাতে শুরু করেছে চিন জুড়ে। সাংহাইসহ চিনের একাধিক বড় শহর জুড়ে কোভিড (COVID 19) ফের ডালপালা মেলতে শুরু করেছে। যার জেরে সাংহাইতে প্রায় ২৬ মিলিয়ন মানুষের জীবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার পূর্ব চিনের (China) একাধিক প্রদেশে নতুন করে কড়াকড়ি জারি করা হয়েছে। এর আগেই পশ্চিম চিনের একাধিক জায়গায় লকডাউন (Lockdown) জারি করা হয় বেজিংয়ের তরফে। পশ্চিম চিনের পর এবার পূর্ব চিন জুড়ে কড়াকড়ি জারি করা হয়েছে।
চিনে করোনা রুখতে 'জিরো কোভিড পলিসি' নেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকী, বাড়িতে পোষ্য থাকলে তাদের খাবারও প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: Karnataka: হালাল মাংস বিক্রির 'অপরাধে' কর্ণাটকে বজরং দলের হামলার অভিযোগ, চাঞ্চল্য দক্ষিণী রাজ্যে
সরকারি এবং বেসরকারি যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ব্যবসায়িক কাজের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদিও শপিং মল বা রেস্তোরাঁ যাতে না খোলা হয়, সে বিষয়ে জারি করা হয়েছে স্পষ্ট নির্দেশিকা। সবকিছু মিলিয়ে চিন জুড়ে এবার ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার চতুর্থ ঢেউয়ের আতঙ্ক।