Chicago : চিকাগোয় ভারতীয় ছাত্রের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে উঠে এল আক্রমনের ছবি
প্রতীকী ছবি (Photo Credit: IANS)

ভারতীয় ছাত্রকে আক্রমনের ঘটনা ঘটল চিকাগোতে। ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনার পরপরই ভারতীয় যুবকের সঙ্গে যোগাযোগ করেছে চিকাগোতে অবস্থিত ভারতীয় কনসুলেট। এরপাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে কনসুলেটের পক্ষ থেকে। যারা এই ঘটনার তদন্ত করছেন।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে ৩ ব্যক্তি মিলে সৈয়দ মাজাহির আলি নামের এক ব্যক্তিকে তাড়া করছে। ভারতীয় ছাত্রদের ওপর আক্রমনের ঘটনা দিন প্রতিদিন বেড়েই চলেছে। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রেয়াস রেড্ডি (Sreyas Reddy) নামের এক যুবককে সিনসিনাটিতে মৃত অবস্থায় পাওয়া যায়।

যদিও তার মৃত্যুর কারণ এখনও অজানা। শ্রেয়াস লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন বলে জানা গেছে। এই নিয়ে ৩ জন ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে। জানুয়ারীর ৩০ তারিখে নীল আচারিয়া (Neel Achariya)  নামের প্রুড ইউনির্ভাসিটির এক ছাত্রের মৃতদেহ পাওয়া যায়। জানুয়ারী ২৯ তারিখে বিবেক সাইনি নামের এক ছাত্রকে খুন করা হয় লিথোনিয়ার একটি স্টোরে। ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।