
দীর্ঘ তিনবছর পর কি এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War)সমাপ্তি? ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভ্লাদিমির পুতিনের দু'ঘণ্টার ফোনালাপ নতুন আশার আলো দেখাচ্ছে। এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর পুতিন জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে রাজি মস্কো। এই ব্যাপারে ইতিবাচক বার্তা মিলেছে ট্রাম্পের তরফেও। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে শীঘ্রই বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেন। পুতিনের সঙ্গে ফোনালাপ ইতিবাচক হয়েছে বলে দাবি ট্রাম্পের।
পুতিনের সঙ্গে ফোনে কী কথা হল ট্রাম্পের? জানালেন মার্কিন প্রেসিডেন্ট
এদিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেন, " ভদ্রলোক ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার কথোপকথন হয়েছে। আমাদের একটি ভাল আলোচনা হয়েছে, এবং আমি মনে করি যে তার অগ্রগতি হবে। প্রতি সপ্তাহে গড়ে ৫,০০০ তরুণ সৈন্য নিহত হচ্ছে। সম্ভবত সংখ্যাটা আরও বেশি। রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সংঘাত আমরা থামানোর চেষ্টা করছি। এই রক্তপাত আর চোখে দেখা যাচ্ছে না। আমি এমন স্যাটেলাইট ছবি দেখেছি যা এত খারাপ, এত ভয়াবহ যে চোখে দেখা যায় না। দুই দেশে শান্তি ফেরাতে আমরা আমাদের সেরাটা দিচ্ছি।" এরপর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিশানা করে ট্রাম্প বলেন, "আমি তখন ক্ষমতায় ছিলাম না। আমাদের আগের সরকার এটি কেমনভাবে ঘটতে দিল?" অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর পুতিন জানান, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ট্রাম্পের বেশকিছু প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে মস্কো। এরপর মস্কো একটি স্মারকলিপি তৈরি করবে। একটি সম্ভাব্য শান্তির চুক্তির মূল অবস্থানগুলি জানাবে।
অবশেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি? আশার আলো দেখালেন ট্রাম্প
#WATCH | US President Donald Trump says, "...My little conversation with a nice gentleman named Vladimir Putin. We had a good talk, and I think that progress is being made. 5,000 young soldiers are being killed every single week on average. And it's a number probably worse than… pic.twitter.com/kycWSNJfhr
— ANI (@ANI) May 19, 2025