দিল্লি, ১৫ অক্টোবর: কানাডার (Canada) মাটিতে সন্ত্রাস চালানোয় হাত রয়েছে লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাংয়ের। বিষ্ণোই গ্যাং যে কর্মকাণ্ড শুরু করেছে কানাডায়, তার সঙ্গে ভারত সরকারের কূটনীতিকদের হাত রয়েছে। এবার এমনই ভিত্তিহীন অভিযোগ করা হল কানাডার জাস্টিন ট্রুডো সরকারের তরফে। কানাডার মাটিতে সন্ত্রাস ছড়ানোয় বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ভারত সরকারের কূটনীতিকদের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। ভারতের (India) কূটনীতিকদের বিরুদ্ধে এমন অভিযোগ কানাডা সরকারের তরফে করতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।
খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর নিয়ে ভারত এবং কানাডার মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই সময় লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ করা হয় জাস্টিন ট্রুডো সরকারের পুলিশের তরফে। লরেন্স বিষ্ণোই গ্যাং যখন এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় জড়িত এবং সলমন খানকে ক্রমাগত হুমকি দিচ্ছে, সেই সময় কানাডা সরকারের এই দাবি যে ফের দু দেশের সম্পর্ককে তলানিতে পৌঁছে দেবে, তা কার্যত স্পষ্ট বলেই মনে করছে বিভিন্ন মহল।