Pori Moni: মাদক মামলায় জামিনের বিরোধিতা পুলিশের, জেলেই থাকছেন পরীমণি
পরীমণি, ছবি ইনস্টাগ্রাম

ঢাকা, ১৩ অগাস্ট: জামিন পেলেন না পরীমণি (PoriMoni)। ফলে আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে। প্রসঙ্গত, ৪ অগাস্ট মাদক নিরোধক আইনে গ্রেফতার করা হয় বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে।

পরীমণিকে যাতে জামিন না দেওয়া হয়, তার জন্য আবেদন জানান সংশ্লিষ্ট মামলার তদন্তকারী অফিসার কাজী গোলাম মোস্তাফা। শুক্রবার শুনানির শেষে পরীমণির জামিনের আবেদন নাকচ করে দেন ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক ধীমান চন্দ্র মণ্ডল।

আরও পড়ুন: PoriMoni: মাদক মামলা নিয়ে শোরগোল বাংলাদেশে, আদালতে অভিনেত্রী পরীমণি

গত ৪ অগাস্ট বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বাড়িতে তল্লাশি চালায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAB)। র‍্যাবের তল্লাশির সময় পরীমণির ফেসবুক (Fcaebook) লাইভ করেন। কেন তাঁর বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা হচ্ছে বলে অবিযোগ করেন অভিনেত্রী। তা সত্ত্বেও কোনও কাজ হয়নি।

এরপর পরীমণির বাড়ি থেকে বিদেশি মদ এবং মাদক (Drug) উদ্ধার করা হয় বলে খবর। মাদকের নেশার জন্য বল্টিং পেপারও পরীমণির বাড়ি থেকে উদ্ধার করা হয় বলে জানা যায়। পাশাপাশি পরীমণির বাড়িতে যে মদের লাইসেন্স ছিল, তা পুনর্নবীকরণ করা হয়নি বলেও অভিযোগ করা হয়। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়।