বার্ড ফ্লু ভাইরাসের প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পেরুতে বার্ড  ফ্লু আতঙ্ক। মৃত প্রায় ৫৫,০০০ সামুদ্রিক পাখি । H5N1 ভাইরাসের সংক্রমনের ফলে  মহামারীর আকার নিয়েছে গোট পেরু। মৃত পাখিদের  মধ্যে রয়েছে পেঙ্গুইন, পেলিকেন, সি গাল ইত্যাদি।  পেরুর ন্যাশন্যাল ওয়াইল্ড লাইফ এন্ড ফরেস্ট সার্ভিসের তরফ থেকে  সামুদ্রিক প্রাণীদের কাছে থেকে নিজেদের এবং পোষ্যদের দূরে থাকতে নিষেধ করা হয়েছে।