দিল্লি, ১৮ জুন: পশ্চিম আয়ারল্যান্ডের (Ireland) কাউন্টি গ্যালওয়ের টুয়াম থেকে বড় খবর প্রকাশ্যে এল। কাউন্টি গ্যালওয়ের টুয়ামে প্রাক্তন বন সিকোর্স মাদার অ্যান্ড বেবি হোমে শুরু হয়েছে খনন কার্য। পশ্চিম আয়ারল্যান্ডে (West Ireland) বিভিন্ন গির্জা দ্বারা পরিচালিত যে বাড়িগুলি ছিল, সেখানে কাদের মৃত্যু হয়েছে, তা এবারের খনন কার্য থেকে প্রকাশ্যে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। গির্জা নির্ধারিত ওই প্রতিষ্ঠানগুলিতে আদতে কী হত, তা এবার সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সংবাদ সংস্থা এপির খবর অনুযায়ী, ক্যাথোলিক নানদের নির্দেশে ওই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা হত। যা ১৯৬১ সালে বন্ধ হয়ে যায়। যেখানে বহু মহিলা বসবাস করতেন। সেই সঙ্গে যে সমস্ত শিশুরা (Infants) অনাথ ছিল, তাদেরও নিয়ে যাওয়া হত ওই প্রতিষ্ঠানে। বহু অন্তঃসত্ত্বা মহিলাকেও আশ্রয় দেওয়া হত সেখানে। ফলে ওই অনাথ অন্তঃসত্ত্বা মহিলাদের সন্তান ভূমিষ্ঠ হলে, অনেকেরই মৃত্যু হত নানা কারণে।
তবে ক্যাথেরিন কর্লেস মৃতদের শুধু শংসাপত্র খুঁজে পান। বাদবাকি তিনি আর কোনও তথ্য হাতে পাননি।
২০১৪ সালে কার্লেসের তথ্যের উপর ভিত্তি করে শুরু হয় তল্লাশি এবং তদন্ত। যেখানে উঠে আসে গণকবরের সন্ধান। জানা যায়, ১৯২০ থেকে ১৯৬১ সালের মধ্যে বহু শিশুকে ওই বাড়িতে মৃত্যুর পর কবর দেওয়া হয়। ওই বাড়ির যে নর্দমা রয়েছে, সেখানে বহু শিশুর কবর রয়েছে বলে জানা যায়। শুধু তাই নয়, যে শিশুদের (Child) ওই বাড়িতে কবর দেওয়া হয়, তাঁদের বয়স ৩ বছরের মধ্যে। ৩৫ সপ্তাহের ভ্রুণকে যেমন মায়ের পেট থেকে বের করে সেখানে কবর দেওয়া হয়। তেমনি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও অনেকের ভাগ্যে নেমে আসে মৃত্যুর নিকষ অন্ধকার। প্রায় ৯ হাজার শিশুর দেহ ওই বাড়িটিতে রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। যাদের মৃত্যু হয়, তাদের মধ্যে কারও শ্বাসকষ্ট ছিল। কারও গ্যাসের সমস্যা ছিল বা কেউ কেউ স্টমাক ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় বলে খবর।
দেখুন সেই বাড়ির ছবি...
Excavation has begun on a septic tank at a site in Ireland that authorities believe contains the remains of nearly 800 dead babies and children who died at a home for unwed mothers run by Catholic nuns. The children’s remains are believed to be under the site of the Bon Secours… pic.twitter.com/06wugxoZqG
— SonnyBoy (@gotrice2024) June 18, 2025
দেখুন আয়ারল্যান্ডের সেই বাড়ির ছবি...
Mass grave' excavation to finally start at Irish mother and baby home, in Tuam Galway Ireland,The land was attached to a home run by nuns between 1925 and 1961,796 newborns and children are believed to have died at the mother and baby home.Shooting for AFP pic.twitter.com/vyocyVoJSF
— Paul Faith (@pa_faith) June 15, 2025
এলার মাটি খুঁড়লে সেখান থেকে বহু তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।