Narendra Modi, Benjamin Netanyahu, Donald Trump (Photo Credit: X/ANI)

দিল্লি, ৮ অগাস্ট: আমেরিকার (US) সঙ্গে ভারতের (India) শুল্ক নিয়ে এক প্রকার যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়া (Russia) থেকে তেল কেনার জেরে ভারতের উপর ৫০% শুল্ক ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ২৫ এবং পরে আরও ২৫% শুল্ক ভারতের উপর ধার্য করা হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) জানান। তারপর থেকেই দিল্লির (Delhi) সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করে। শুল্ক নিয়ে কথা না হলে, ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনও কথা বলা হবে না বলে ফের ঔদ্ধত্য দেখান ট্রাম্প।

এসবের মাঝে এবার নিজের বক্তব্য প্রকাশ করলেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israeli PM Benjamin Netanyahu) বলেন, ট্রাম্পের সঙ্গে কীভাবে 'ডিল' করতে হবে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রী মোদীকে (PM Narendra Modi) 'পরামর্শ' দেবেন। একেবারে একান্তে তিনি এই কাজ করবেন মোদী এবং ট্রাম্পের সঙ্গে। মোদী এবং ট্রাম্প, দুজনেই তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে যে বিষয়ে বলতে গিয়ে নেতানিয়াহু বলেন, মোদী এবং ট্রাম্প, দুজনের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভাল। মোদী, ট্রাম্প দুজনের তাঁর ঘনিষ্ঠ বন্ধু। তাই একান্তে এই কাজ তিনি করতে চান। ট্রাম্পের সঙ্গে কীভাবে আলাপ, আলোচনা করতে হবে, সে বিষয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে 'পরামর্শ' দিতে চান বলে জানান বেঞ্জামিন নেতানিয়াহু।

আরও পড়ুন: Benjamin Netanyahu: ভারতের ওপর শুল্ক চাপিয়েছে আমেরিকা, ‘বন্ধু’ ইজরায়েল কার পাশে? গভীরতা মাপতে নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ জেপি’র

এসবের পাশাপাশি ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত শক্ত পোক্ত। তাই এই দুই দেশ যাতে নিজেদের মাঝের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে, সে বিষয়েও ইজরায়েলের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করা হচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প জানান। যার কড়া নিন্দা করা হয়েছে দিল্লির তরফে। ভারতীয় পণ্য আমেরিকায় গেলে, তার দামের সঙ্গে আরও যে অতিরিক্ত ২৫%শুল্ক আরোপ করা হয়েছে, তার প্রভাব দেশের বাজারে পড়তে শুরু করেছে। বিশেষ করে পোশাক শিল্পে।

'ট্রাম্পের সঙ্গে কীভাবে ডিল, পরমার্শ দেব বন্ধু মোদীকে', আমেরিকার সঙ্গে শুল্ক 'যুদ্ধের' মাঝে বললেন নেতানিয়াহু