Benjamin Netanyahu (Photo Credit: ANI/X)

Benjamin Netanyahu: প্যালেস্তাইনকে (Palestine) কোনওভাবে রাষ্ট্র্রের স্বীকৃতি দিতে রাজি নয় ইজরায়েল (Israel)। প্যালেস্তাইনকে যদি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়, তা আল কায়দার হাতে একটি রাষ্ট্র তুলে দেওয়ার মত। জেরুজ়ালেম থেকে মাত্র এক কিলোমিটার দূরে প্যালেস্তাইনের অবস্থান। সেই প্যালেস্তাইনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার অর্থ নিউ ইয়র্কের এক কিলোমিটার দূরে আল কায়দাকে একটি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) হাজির হয়ে এমনই মন্তব্য করতে শোনা যায় বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu)।

নেতানিয়াহুর কথায়, প্যালেস্তাইনকে পূর্ণ রাষ্ট্রের মর্যাদা দেওয়া পাগলামি। এটা কোনওভাবেই করা উচিত নয় বলে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন থেকে সরব হন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Israel-Hamas War: বিশ্বের সামনে ইজরায়েলের 'মুখোশ খুলছে', গাজ়ার হয়ে হামাস নেতা ব্য়াট ধরতেই পালটা চাল প্যালেস্তাইনের, জঙ্গি গোষ্ঠীকে কোনঠাসা প্যালেস্তিনীয় প্রেসিডেন্টের

শুনুন কী বললেন বেঞ্জামিন নেতানিয়াহু....

 

২৫ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের অধিবেশনে হাজির হন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যেখানে হাজির হয়ে তিনি হামাসের বিরোধিতা করেন। এমনকী ৭ অক্টোবর ইজরায়েলে হামাস যে হামলা চালায়, প্যালেস্তাইন তা কখনও সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।