Donald Trump, Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

দিল্লি, ৮ জুলাই:  ইজরায়েল (Israel) এবং ইরানের (Iran) যুদ্ধ থামতে না থামতেই বড় কাণ্ড ঘটিয়ে ফেললেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (US President Donald Trump) নোবেল শান্তি (Noble Prize) পুরস্কারের জন্য মনোনীত করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠক শেষের পরই নোবেল প্রাইজ় কমিটিকে একটি চিঠি পাঠান ইজরায়েলের প্রধানমন্ত্রী। আর সেখানেই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে নিজের স্বাক্ষর করেন নেতানিয়াহু।

আরও পড়ুন: Epstein Client List: যৌন কেলেঙ্কারি মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পকে গ্রেফতারির দাবিতে সরব ইলন মাস্ক

মধ্যপ্রাচ্যে (Middle East) শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বৈঠক শেষে এমন মন্তব্য করতে শোনা যায় নেতানিয়াহুকে। অর্থাৎ ইজরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করে শান্তির কথা বলেন। ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন সেনা হামলা চালানোর পর কাতারের আমেরিকার সেনা নিবাসে পালটা ড্রোন ছোঁড়ে তেহরান। এরপরই ট্রাম্প উঠেপড়ে লাগেন ইজরায়েল এবং ইরানের মাঝে শান্তি প্রতিষ্ঠার জন্য। আর এবার ওই ঘটনার উল্লেখ করেই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন নেতানিয়াহু।

ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইহুদি মানুষের হয়ে অর্থৎ ইজরায়েলের মানুষের প্রতিনধি হয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছেন। গোটা বিশ্ব জুড়ে ট্রাম্প যেভাবে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তার জন্যই তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাচ্ছেন বলে জানান নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর টিম ক্রমাগত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বলে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।