Epstein Client List: আর কোনও রাখঢাক নয়। এবার জেফ্রি এপস্টিন ফাইলে নাম থাকা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)কে গ্রেফতারির দাবিতে সরাসরি সরব হলেন টেসলা সিইও ইলন মাস্ক (Elon Musk)। মাস কয়েক আগেই দুজনে ছিলেন প্রাণের বন্ধু, এখন বনে গিয়েছেন চরম শত্রু। প্রেসিডেন্ট ট্রাম্প (Trump) হুমকি দিয়েছেন মাস্ক (Musk)কে দেশ থেকে তাড়িয়ে দিয়ে ব্যবসা লাটে তুলে দেওয়ার। আর এবার মাস্ক দাবি করলেন ট্রাম্পকে জেলবন্দি করার। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে নিজের আলাদা রাজনৈতিক দল 'আমেরিকা পার্টি' খোলা মাস্ক এবার আরও আক্রমণাত্মক হলেন। মাস্ক আগেই বলেছিলেন, নাবালিকদের যৌনদাসী বানিয়ে অত্যাচার করা এপস্টিনের সঙ্গে সরাসরি যোগ ছিল ট্রাম্প। এবার সেই ইস্যুতে একটি 'কাউন্টডাউন ক্লক'দিয়ে মাস্ক লিখলেন, "এখন কটা বাজে? এই দেখো, এখনও কেউ গ্রেফতার হল না।"
ট্রাম্প মাস্ককে দেশ থেকে তাড়ানোর হুমকি দিয়েছেন, লাইনচ্যুত ট্রেন বলেছেন
এই ইঙ্গিতপূর্ণ পোস্টে বুঝতে বাকি থাকল না, মাস্ক এবার ট্রাম্পের গ্রেফতারির দাবিতে সরব হলেন। মাস্ক আলাদা রাজনৈতিক দল খোলায় ট্রাম্প বলেছেন, লাইনচ্য়ুত ট্রেন হয়ে গিয়েছেন টেসলা সিইও। আগেই মাস্কের কোম্পানির সব সরকারি ভর্তুকি তোলা, ও প্রয়োজনে তাঁকে আমেরিকা থেকে তাড়িয়ে দক্ষিণ আফ্রিকা পাঠিয়ে দেওয়া হবে।" কটা দিন ট্রাম্পের বিরুদ্ধে তোপ বন্ধ রাখার পর এবার সরাসরি এপস্টিন ফাইল নিয়ে গ্রেফতারিতে সরব হলেন মাস্ক।
দেখুন মাস্কের গ্রেফতারির দাবি
What’s the time? Oh look, it’s no-one-has-been-arrested-o’clock again … pic.twitter.com/CO9xJz68Tf
— Elon Musk (@elonmusk) July 7, 2025
এপস্টিন ফাইল আর ট্রাম্প
ট্রাম্পের নাম যৌন অপরাধ সংক্রান্ত মামলা হিসাবে বেশ কুখ্যাত এপস্টিন ফাইলের নথিতে রয়েছে, এমন দাবি করে মাসখানেক আগে টুইট করেছিলেন মাস্ক। কিন্তু দুজনের সম্পর্ক ফের মেরামত হয় শুরু হওয়ায় মাস্ক তাঁর সেই বিতর্কিত টুইট ডিলিট করে দেন। মাস্কের দাবির আগেও এপস্টিনের কুখ্য়াত দ্বীপে ট্রাম্পের উপস্থিত থাকা নিয়ে বেশ কিছু ভিডিও দেখা গিয়েছে।