COVID 19 In China (Photo Credit: Twitter)

বেজিং, ১১ নভেম্বর: ফের নতুন করে করোনা (Corona) ছড়াতে শুরু করেছে চিন (China) জুড়ে। বিশেষ করে চিনের রাজধানী শহর বেজিংয়ে (Beijing)। কোভিড (COVID 19) যেভাবে বেজিং জুড়ে ডালপালা বিস্তার করছে, তার জেরে চিনের রাজধানী শহরের শপিং মল সহ একাধিক হাউজিং কমপ্লেক্স 'সিল' করা হচ্ছে।

করোনা যাতে নতুন করে ছড়াতে না পারে, তার জন্যই বেজিংয়ে বিভিন্ন শপিং মল সহ একাধিক হাইজিং কমপ্লেক্স সিল করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন:  Tripura: বিপাকে বিজেপি সরকার? ত্রিপুরা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, স্বাগত জানাল তৃণমূল কংগ্রেস

জানা যাচ্ছে, বেজিংয়ের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ছায়োয়াংয়ে আজ নতুন করে ৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে। ওই ৬ জনের সংস্পর্শে অন্য কেউ এসেছেন কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। পাশাপাশি বেজিং সহ গোটা দেশে যাতে ফের নতুন করে কোভিড পরীক্ষা শুরু হয়, সে বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে।