আগরতলা, ১১ নভেম্বর: ত্রিপুরায় পুর নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল যাতে নিজেদের কাজ করতে পারে, সে বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে (Tripura Govt)। এমনই নির্দেশে দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর তাকে স্বাগত জানায় তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের (TMC) ট্যুইটার হ্যান্ডেলের তরফে ওই খবর প্রকাশ করা হয়। সু্প্রিম কোর্টের (Supreme Court) ওই নির্দেশের জেরে ত্রিপুরার সমস্ত মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।
We wholeheartedly welcome the decision of the Hon'ble Supreme Court!
This decision will help every single person in Tripura to exercise their democratic rights in peace and with even more enthusiasm.
Our fight for the people of Tripura will continue! Jai Hind!
— AITC Tripura (@AITC4Tripura) November 11, 2021
সম্প্রতি ত্রিপুরায় (Tripura) জনসংযোগ কর্মসূচিতে যান সুস্মিতা দেব এবং আইপ্যাকের বেশ কয়েকজন কর্মী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদের গাড়ির উপর হামলা চালায় বিজেপি। এমনই অভিযোগ করা হয়। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় ত্রিপুরার রাজ্য রাজনীতি।
ওই ঘটনার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ওই পিটিশনের পর এবার সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিরাপত্তা দিতে হবে বলে নির্দশ দেয় সুপ্রিম কোর্ট।