Donald Trump (Photo Credit: Facebook)

দিল্লি, ২৯ নভেম্বর: বাংলাদেশে (Bangladesh) হিন্দু (Bangladeshi Hindus) সম্প্রদায়ের সঙ্গে যা হচ্ছে, তা তাঁদের অস্তিত্ত্বের প্রতি হুমকি। বাংলাদেশের ঘটনা শুধু যে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ক্ষতি করছে তা নয়, গোটা জাতির ক্ষেত্রেই তা বিপদজ্জনক। এমনই মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের (US) রিলিজিয়াস ফ্রিডমের প্রাক্তন কমিশনার। প্রাক্তন কমিশনার জনি মুর বিদায়ী জো বাইডেন সরকারকে এ বিষয়ে আক্রমণ করেন। মানবাধিকার যখন হাসফাঁস করছে, সেই সময় জো বাইডেন সরকার সেদিকে কোনও নজর দিচ্ছে না। বাংলাদেশে যা হচ্ছে, তার বিরুদ্ধে সুর চড়াতে হবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আরও বেশি করে এ বিষয়ে নজর দিতে হবে বলেও মন্তব্য করেন জনি মুর। তবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভোটে জিতে ওয়াশিংটন ডিসিতে ফিরছেন। ফলে বাংলাদেশকে কার্যত সাবধান করেন আমেরিকার এই প্রাক্তন কমিশনার।

আরও পড়ুন: Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: সমস্ত পদ থেকে অপসারিত চিন্ময়কৃষ্ণ, শুক্রবার নয়া সিদ্ধান্ত ইসকনের

ইসকনের সন্ন্যাসী (ISKCON) চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) গ্রেফতারি নিয়েও মুখ খোলেন জনি মুর। তিনি বলেন, চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে যা হয়েছে বাংলাদেশে, তা যে কোনও মুহূর্তে অন্য কারও সঙ্গে হতে পারে। যা অত্যন্ত আশঙ্কার বিষয় বলে মন্তব্য করেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রাক্তন কমিশনার। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যা হচ্ছে, তার বিরুদ্ধে সুর তুলছে আন্তর্জাতিক খ্রিস্টান সম্প্রদায়ও। ফলে বাংলাদেশে হিন্দু-সহ অন্য সম্প্রদায়ের মানুষের অধিকার সংরক্ষিত করা হোক বলেও মন্তব্য করেন জনি মুর।