ঢাকা, ২৯ নভেম্বর: চিন্ময়কৃষ্ণ দাস (Chinmoy Krishna Das) যা বলেছেন, তা ইসকনের (ISKCON) কথা নয়। চিন্ময়কৃষ্ণ আর ইসকনের মুখপাত্র নন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করা হয় ইসকনের তরফে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের চিন্ময়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে মুখ খোলা হল ইসকনের তরফে। চিন্ময়কৃষ্ণ দাসের পাশে তাঁরা রয়েছেন বলে জানায় ইসকন। সংশ্লিষ্ট সংগঠনের সমস্ত পদ থেকে চিন্ময়কৃষ্ণ দাসকে সরিয়ে দেওয়া হলেও, ইসকন তাঁর পাশে রয়েছে বলে জানানো হয়। চিন্ময়কৃষ্ণ ইসকনের অফিসিয়াল সদস্য না হলেও, তাঁর প্রতি সহমর্মিতা রয়েছে। ফলে ইসকন চিন্ময়কৃষ্ণ দাসের পাশে রয়েছে বলে শুক্রবার স্পষ্ট করা হয়।
সম্প্রতি ঢাকা বিমানবন্দর Dhaka Airport) থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das)। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকে গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে বলে ওঠে অভিযোগ।