
ঢাকা, ২৯ মে: ফের একটু একটু করে প্রতিবাদে মুখর হচ্ছে বাংলাদেশ (Bangladesh)। মহম্মদ ইউনুস (Muhammad Yunus) বাংলাদেশে ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যে থেকেই তাঁর বিরুদ্ধে জনমত গড়ে উঠতে শুরু করে। মহম্মদ ইউনুস জামাতিদের সাহায্য নিয়ে ক্ষমতায় এসেছে, আওয়ামী লিগের তরফে এমন অভিযোগ একাধিকবার উঠে এসেছে। যার জেরে বাংলাদেশে সম্প্রতি আওয়ামী লিগকে নিষিদ্ধ করে ইউনুস সরকার। যা নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়।
এবার মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামলেন যুবক, যুবতীরা। যেখানে 'আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই' বলে স্লোগান দেওয়া হয়। বৃহস্পতিবার রাস্তায় নেমে যেভাবে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হন বাংলাদেশের যুব সম্প্রদায়, সেই ভিডিয়ো পোস্ট করেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)।
আওয়ামী লিগের ঘোরতর বিরোধী তসলিমা। শেখ হাসিনা তাঁকে দেশে ফেরানোর কোনও চেষ্টা করেননি। এমন অভিযোগ বার বার বাংলাদেশের লেখিকা করলেও, ইউনুস সরকারের অন্যায়ের বিরুদ্ধেও তাঁর কলম চলছে। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, তাঁর কলম যে চলবে অন্যায়ের বিরুদ্ধে সব সময়, তা কার্যত স্পষ্ট করে দেন এই তসলিমা নাসরিন। আর সেই কারণেই বাংলাদেশে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার হয়েছে, তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তসলিমা তখনই সরব হয়েছেন। প্রতিবাদ করেছেন সজোরে।
গত বছর শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন। বাংলাদেশ থেকে ইস্তফা দিয়ে ভারতে হাজির হন হাসিনা। আপাতত দিল্লিতেই কড়া নিরাপত্তার মোড়কে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
'শেখ হাসিনাকে ফেরৎ দেওয়া হোক' বলে একাধিকবার দাবি জানিয়েছে বাংলাদেশ। তবে ভারতের তরফে কোনবও সদুত্তর দেওয়া হয়নি। ফলে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে অত্যন্ত গোপণীয়তা বজায় রেখেই ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী। শুধু তাই নয়, অডিয়ো কলে দিল্লি থেকেই তাঁর অনুগামীদের লড়াইয়ের মনোবল যোগান মুজিব-কন্যা।