Taslima Nasreen On Bangladesh (Photo Credit: Facebook/Screengrab)

দিল্লি, ২৬ মে: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু সম্প্রদায়ের (Bangladeshi Hindus) মানুষের উপর অত্যাচার চলছে। ফের বিষয়টি নিয়ে সরব হলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তসলিমা একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে যোশোরের (Jessore) অভয়নগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তসলিমা নিজের সোশ্য়াল হ্যান্ডেলে যে ভিডিয়োটি শেয়ার করেন, তা নিশিথ সরকার মিঠু নামে এক ব্যক্তির পোস্ট করা।

যে পোস্টে নিশিথ নামে ওই ব্যক্তি অভিযোগ করেন, গত ২৪ মে যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরপর ১৩টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভাঙচুর চালানো হয়েছে মন্দিরে। ৩০টি গরু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে হিন্দুর সম্প্রদায়ের মানুষের বাড়িঘর থেকে। ২৪ মে রাতে যেভাবে অভয়নগরে বসবাসকারী হিন্দুদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, তার জেরে ৫০০-র বেশি মানুষ ঘর ছাড়া, গৃহহীন অবস্থায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তির পোস্ট শেয়ার করে তসলিমা নাসরিনও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তিনি বলেন, 'যশোরের অভয়নগরে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। গত ৯ মাসে কত যে হিন্দুর বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, ভেঙ্গে ফেলা হলো, লুট করা হলো। একবারও কি সরকার কোনও ব্যবস্থা নিয়েছে? নেয়নি। হিন্দুবিদ্বেষী মুসলিম কালপ্রিটগুলো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে।'

আরও পড়ুন: Sheikh Hasina On Muhammad Yunus: 'এত শয়তানি বুদ্ধি..আমেরিকার হাতে বাংলাদেশকে বেঁচে দিচ্ছেন ইউনুস', বিস্ফোরক অভিযোগ হাসিনার

দেখুন  ক্ষোভ উগরে দিয়ে কী লিখলেন তসলিমা নাসরিন...