Muhammad Yunus, Sheikh Hasina (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৬ মে: আমেরিকার (US) হাতে দেশকে বিক্রি করে দিচ্ছেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। এমনই অভিযোগ করলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। মহম্মদ ইউনুস যা করছেন, তা অগণতান্ত্রিক।  নিভৃতবাসে থেকে এবার বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শেখ হাসিনা। একটি অডিয়ো বার্তার মাধ্যমে শেখ হাসিনা বলেন, ইউনুস ক্ষমতায় এসেছেন। তারপরই তিনি বাংলাদেশকে (Bangladesh) আমেরিকার হাতে বিক্রি করে দিচ্ছেন। আওয়ামী লিগের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষোভ উগরে দেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে।

আরও পড়ুন: Awami League: সংকটে আওয়ামী লিগ! ইউনূস সরকারের সিদ্ধান্তকে 'অসাংবিধানিক' ও ‘অবৈধ’ বলে প্রত্যাখ্যান হাসিনার দলের

অডিয়ো বার্তার মাধ্যমে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছেন ইউনুস। দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে বাংলাদেশের মানুষকে ইউনুস বিপদে ফেলছেন বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। পাশাপাশি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে, এমন ইচ্ছা বা আকাঙ্খা তাঁর কোনওদিনই ছিল না বলেও মন্তব্য করেন আওয়ামী লিগ নেত্রী। 'এত বড় চিটিং করবে, এত শয়তানি বুদ্ধি মানুষের থাকতে পারে, তা তাঁর ধারণা ছিল না' বলেও ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শেখ হাসিনা।

শুনুন কী বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

 

২০২৫ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তবে দিল্লির কোথায় রয়েছেন হাসিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ভারত সরকারের নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেই যে মুজিব-কন্যা রয়েছেন, তা স্পষ্ট।

এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাত তুলে দেওয়া হোক বলে ইউনুস সরকারের তরফে বেশ কয়েকবার ভারতের (India) কাছে আবেদন জানানো হয়েছে। তবে দিল্লির তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।