Sheikh Hasina (Photo Credit: Instagram)

ঢাকা, ২৩ অক্টোবর: বাংলাদেশ (Bangladesh) ফের উত্তপ্ত হতে শুরু হয়েছে। এবার রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ চেয়ে উত্তাল হতে শুরু করেছে ভারতের পড়শি দেশ। বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনের উত্তেজিত জনতা ভিড় জমাতে শুরু করে। শেখ হাসিনার (Sheikh Hasina) পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি বিতর্কিত মন্তব্য করেছেন। এই অভিযোগেই মহম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করে ফের ঝড় বইতে শুরু করে বাংলাদেশে।

বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন, সে সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। এমনই মন্তব্য করে বিতর্কে জড়ান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। এরপরই রাষ্ট্রপতি ভবনের সামনে ভিড় জমাতে শুরু করে উত্তেজিত জনতা। সেই সঙ্গে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে বলে করা হয় জোরদার দাবি। প্রসঙ্গত ২০০৯ সালে আওয়ামী লিগ ক্ষমতায় এলে বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে বসেন মুজিব-কন্যা শেখ হাসিনা।

ফের উত্তাল হতে শুরু করেছে বাংলাদেশ...

 

আরও পড়ুন: Bangladesh Protest: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আবারও অশান্ত বাংলাদেশ, রাতভর বিক্ষোভ বঙ্গ ভবনের সামনে (দেখুন ভিডিও)

বিগত কয়েক দশক ধরে প্রধানমন্ত্রী থাকার পর সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হতে শুরু করে বাংলাদেশ। যার জেরে ছাত্রদের আন্দোলন তীব্র হলে, পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। যার জেরে ৩০০ জনের মৃত্যু হয় বলে খবর মেলে। এরপর আন্দোলনের জেরে আগুন জ্বলতে শুরু করলে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে এরপর ভারতে এসে আশ্রয় নেন মুজিব-কন্যা। সেই থেকে ভারতে অত্যন্ত গোপণে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।