গত মঙ্গলবার থেকে ফের অশান্ত বাংলাদেশ। এবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়াল ওপার বাংলায়। মঙ্গলবার দিনভর কয়েকশো বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবন ভাঙচুরের চেষ্টা চালান এরপর রাতে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বাংলাদেশে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির প্রাসাদ বঙ্গ ভবন ঘেরাও করে। বিক্ষোভকারীরা বঙ্গভবনের বাইরে অবস্থান করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করলে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে হস্তক্ষেপ করে সেনা।বঙ্গভবনের গেট থেকে বিক্ষোভকারীদের সরে যেতে মাইকিং করে সেনা।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। সাউন্ড গ্রেনেডে জখম হয়েছেন আরও ১ জন। পুলিশের লাঠিচার্জে ৫ জন জখম হয়েছেন বলে খবর।
#WATCH | Dhaka: Protesters in Bangladesh sieged Banga Bhaban, the presidential palace, demanding the resignation of President Mohammed Shahabuddin, late last night
The army blocked them with the barricade after the protesters took a stand outside Banga Bhaban and started… pic.twitter.com/kqGb7ppcsN
— ANI (@ANI) October 23, 2024
সম্প্রতি ওপার বাংলার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন যে, প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফাপত্রের কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। উল্লেখ্য গত ৫ অগাস্ট বিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়েন হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেন। তবে সেই সময় পদত্যাগের কথা শোনা গেলেও এবার রাষ্ট্রপতি বলেন, হাসিনার পদত্যাগপত্রের কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যকে ঘিরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ।
Violence has erupted once again in Bangladesh, this time with students and protesters demanding the resignation of the President. #Bangladesh
Violent protests continue at Bangabhaban in Dhaka.
Scuffles between police and security personnel.
Protesters blocked Gulistan Road… pic.twitter.com/QISEV9BNnN
— Ashoke Raj (@Ashoke_Raj) October 22, 2024
বিক্ষোভকারীদের বঙ্গভবনে ঢোকার চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা#Bangladesh #NewsUpdates pic.twitter.com/VpdUVujxJ3
— The Daily Star (@dailystarnews) October 22, 2024