Durga Puja (Photo Credit: Wikipedia)

ঢাকা, ২৭ সেপ্টেম্বর: দুর্গা পুজো (Durga Puja)  নিয়ে ফের হুমকির মুখে বাংলাদেশে (Bnagladesh) বসবাসকারী হিন্দু (Hindu) সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশে দুর্গা পুজো করা চলবে না বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছে সে দেশের মৌলবাদীরা (Islamic group)। বাংলাদেশে কোনওভাবে খোলাখুলি দুর্গা পুজো উদযাপন যেমন করা যাবে না, তেমনি মূর্তি বিসর্জনও করা যাবে না বলে মৌলবাদীদের তরফে দেওয়া হয়েছে হুমকি। সেই সঙ্গে দুর্গা পুজো উপলক্ষ্যে কোনও ছুটিও ঘোষণা করা যাবে না বলে দাবি করে সংশ্লিষ্ট সংগঠন।

হিন্দুরা কোনও ধরনের উৎসব উদযাপন করতে পারবেন না বলে ওই মৌলবাদী সংগঠনের তরফে জানানো হয়েছে। ফলে পুজো শুরুর কয়েকদিন আগে থেকে ফের বাংলাদেশে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে বলে খবর।

দেশের একাধক জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যেখানে রাস্তা বন্ধ করে কোনও পুজো নয়। জল নোংরা করে মূর্তি বিসর্জন নয় বলে জানানো হয়। দুর্গা পুজো করলে পরিবেশ দূষিত হয় বলেও দাবি জানানো হয় সংগঠনের তরফে। ফলে বাংলাদেশে দুর্গা পুজো বন্ধ নিয়ে দাবি চড়াতে শুরু করেছে সে দেশের মৌলবাদী সংগঠনগুলি।