Sheikh Hasina Live (Photo Credit: Facebook)

দিল্লি, ৮ এপ্রিল: বাংলাদেশ (Bangladesh) ছেড়েছেন তিনি। বাংলাদেশে যখন বিক্ষোভের আগুনের ফুটছে, সেই সময় কোনওক্রমে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়েন মুজিব-কন্যা। এরপর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে হাজির হন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই থেকে দিল্লিতে (Delhi) অত্যন্ত নিরাপদ আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা হোক বলে ঢাকার তরফে বেশ কয়েকবার ভারতকে জানানো হয়েছে। তবে দিল্লির তরফে এখনও এ বিষয়ে কোনও উত্তর যেমন ঢাকাকে দেওয়া হয়নি, তেমনি কোনও মন্তব্যও করা হয়নি।

দিল্লিতে থেকেই এবার আওয়ামী লিগ নেতা, কর্মীদের উদ্দেশে 'দায়মুক্তির' কথা বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, 'ক্ষমতার আগুনে জ্বলছে বাংলাদেশ। কত মায়ের কোল খালি হচ্ছে, কত মেয়ে স্বামীহারা হচ্ছে।' অতীত স্মরণ করে মুজিব-কন্যা আরও বলেন,  বাংলাদেশ উন্নয়নের মডেল ছিল গোটা বিশ্বের কাছে কিন্তু এখন তা দুর্নীতির দেশে পরিণত হয়েছে। বর্তমানে জঙ্গিদের নিয়ে চলা হচ্ছে। জঙ্গিদের নিয়ে ক্ষমতায় আসা হয়েছে। তাই জঙ্গিরা তাণ্ডব চালাচ্ছে। এই দেশটাকে একেবারে জঙ্গি দেশ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা

আরও পড়ুন: Bangladesh: নিরাপত্তার জন্যই বাংলাদেশ থেকে ভারতে আসেন শেখ হাসিনা, জানাল বিদেশ মন্ত্রক

শুনুন কী বললেন শেখ হাসিনা...

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, যেভাবে আওয়ামী লিগের নেতা, কর্মীদের হত্যা করা হচ্ছে, তা বলার নয়। যে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, সেই বাংলাদেশ এখন জঙ্গিদের হাতে। শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের উপর হামলা হচ্ছে। হত্যা চলছে। ঘরবাড়ি জ্বালানো হচ্ছে।

গত বছর জুলাই-অগাস্টের প্রতিবাদের কথা তুলে শেখ হাসিনা বলেন, যে ছাত্ররা মারা গেল ১৯ জুলাই, সেখানে জুডিশিয়াল তদন্ত কমিটি গড়া হল। সাধারণ মানুষ মারা গেল, জুডিশিয়াল তদন্ত হয়েছে। তবে তদন্তে কী বেরিয়ে এসেছে, তা কেউ বলতে পারেন না। যে বীভৎস কাহিনী বাংলাদেশে এখন শোনা যাচ্ছে, তা ২০০১ সালের আগে হয়েছিল। আবার এখন হচ্ছে। সব জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের ছেড়ে দেওয়া হয়েছে। জঙ্গি, সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে জেলখানা খালি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লিগের নেতা, কর্মীদের দিয়ে জেলখানা ভরানো হচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

হাসিনার কথায়, ১৫ বছর আওয়ামী লিগ ক্ষমতায় ছিল বাংলাদেশে। সেই সময় সবাই মুখ খুলতে পারতেন। তাও নাকি কেউ কেউ মুখ খুলতে পারতেন না বলে অভিযোগ করা হত। আর এখন কী হচ্ছে বলে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এখন আওয়ামী লিগের নেতা, কর্মীদের মেরে ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা।

পরিবারের কথা স্বামরণ করে মুজিব-কন্যা আরও বলেন, , মা, ভাই সবাইকে হারিয়েছি। তাও আমায় দেশে যেতে দেওয়া হয়নি। তাই স্বজন হারানোর যন্ত্রণা আমি জানি। এর কষ্ট আমি জানি। হয়ত আল্লা আমায় দিয়ে ভাল কোনও কাজ করাবেন। সেই কাজ আমায় করতে হবে বলে শেখ হাসিনা। অন্যায়কে এভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। বর্তমানে যে খুন, জখম, হুমকি চলছে বাংলাদেশে, সেই ঘটনা ঘটাচ্ছে অন্য কেউ কিন্তু দোষ পড়ছে আওয়ামী লিগ নেতা, কর্মীদের উপর। এমনও মন্তব্য করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।