ঢাকা, ৭ মার্চ: রংয়ের উৎসব এবং সবে সরাত যখন একদিনে, সেই সময় ভয়াবহ বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল বাংলাদেশে (Bangladesh)। মঙ্গলবার বিকেল ৪.৫০ নাগাদ বিস্ফোরণ হয় ঢাকার সিদ্দিক বাজারে। ফলে সিদ্দিক বাজারের একটি বহুতল ভেঙে পড়ে। যার জেরে ১০ জনের মৃত্যু হয়। আহত বহু বলে জানা যায়। আহতদের মধ্যে ২০ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা (Dhaka) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানান, কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। ফলে যত সময় গাড়চ্ছে, পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে।
সিদ্দিক বাজারে যে বহুতলটি ভেঙে পড়ে, সেই ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারী দলের।
#Bangladesh : Blast reported in #Dhaka Gulistan area. So far, 10 people reported dead. 20 have been rushed to the Dhaka Medical College & hospital. Blast reported at 4:50pm today. Rescue teams rushed to the spot to recover people trapped under the trapped. pic.twitter.com/CA7vii5Mbi
— DINESH SHARMA (@medineshsharma) March 7, 2023
সিদ্দিক বাজারের যে বহুতলটি বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে, সেখানে যেমন একাধিক দোকান ছিল, তেমনি বহু মানুষের বসবাসের জায়গাও ঠিল সেটি। ফলে ওই বহুতল ভেঙে পড়তেই সেখানে বহু আবাসিকও আটকে পড়েন বলে আশঙ্কা। জোরাল বিস্ফোরণের জেরে রাস্তায় থাকা একটি বাসের জানলার কাঁচ ভেঙে পড়ে। ফলে বিস্ফোরণের পর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
কে বা কারা এই বিস্ফোরণের জন্য দায়ি, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
Bangladesh - Blast in Dhaka, 11 Dead, More Than 100 injured pic.twitter.com/J3Kj3mmlIg
— Issan Ranjan Sinha (@issanranjan) March 7, 2023