Justin Sun Eating Banana Artwork (Photo Credit: @Name__Error_404/ X)

Banana Artwork Eaten Video: আজব কাণ্ড! সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি এবং ট্রোন (Tron) ব্লকচেইনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান (Justin Sun) নিলামে ৬.২ মিলিয়ন ডলার (ভারতীয় প্রায় ৫২ কোটি টাকা) দিয়ে একটি 'বানানা আর্টওয়ার্ক' কেনেন। এরপর তিনি সেই আর্টওয়ার্কের কলাটি খেয়ে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছেন। বিবিসি জানায়, দেয়ালে একটি কলাকে ডাক্ট টেপ দিয়ে আটকানো এই আর্টওয়ার্কটি ২০১৯ সালে প্রথমে নজরে আসা থেকেই বিশ্বব্যাপী শিরোনাম হয়ে রয়েছে। হংকংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সেই কলায় কামড় বসানোর বলেন, 'এটি অন্যান্য কলার চেয়ে অনেক ভালো'। জানা গিয়েছে সান এই আর্টওয়ার্কটি কেনার জন্য অন্য ছয়জন বিডারের সঙ্গে লড়াই করেন। তবে সেই আর্টওয়ার্ক খেয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন যে কলা খাওয়ার কাজটি একটি স্টান্টের চেয়ে অনেক বেশি। সানের কথায়, 'সংবাদ সম্মেলনে এটি খাওয়াও শিল্পকর্মের ইতিহাসের অংশ।' Viral Video: আদরের পোষ্যর জন্য ১৪ লক্ষ টাকার স্যুটকেস কিনে ভাইরাল সিইও

'বানানা আর্টওয়ার্ক' খাওয়ার আজব ভিডিও

ইতালীয় শিল্পী মরিজিও কাত্তেলানের (Maurizio Cattelan) বানানো এই আর্টওয়ার্কের কলাটিকে যদিও প্রায়ই তাজা কলার সঙ্গে পালটানো হয়। প্রসঙ্গত নিলামের দিন, এই বানানা আর্টওয়ার্ক নিলামের অংশ হওয়ার আগে সেই কলা মাত্র ৩৫ সেন্টে কেনা হয়েছিল। হয়তো নতুন কলা দিয়ে এটি আবার পাল্টে দেওয়া হবে তবে এখনও ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল কলা হিসাবে এটির নাম লেখা যেতে পারে। যদিও প্রথমবার এই আর্টওয়ার্কের কলা খাওয়া হয়নি। পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড দাতুনা ২০১৯ সালে একটি প্রদর্শনীর সময় এটি খেয়ে নিয়েছিলেন। এরপর ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার একজন স্টুডেন্ট একই কাজ করেন। কিন্তু সান যেভাবে এটিকে ৬.২ মিলিয়ন ডলারের বিডে কিনে খেয়েছেন এই ঘটনা বিশ্বে প্রথম। প্রকৃতপক্ষে, এটি শিল্পের ইতিহাসে সবচেয়ে আজব ঘটনার মধ্যে একটি।