Photo Credit_ Twitter

Baba Vanga's Prediction: পৃথিবীর শেষের দিন কি সত্য়িই ঘনিয়ে এল? বাবা ভাঙার (Baba Vanga's Prediction) একের পর এক ভবিষ্যতবাণী সফল হতে শুরু করেছে। বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী, প্রবল ভূমিকম্প, সুনামি ইতিমধ্যেই হয়েছে। এবার কি তাহলে বাবা ভাঙার ডাবল ফায়ার অর্থাৎ জোড়া আগুনের গোলা ভবিষ্যতবাণীর ফলার সময় এসেছে? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুলগেরিয়ান সাধক বাবা ভাঙার ভবিষ্যতবাণী (Baba Vanga's 'Double Fire' Prediction) অনুযায়ী, ২০২৫ সালের অগাস্ট মাসে পৃথিবীর বুকে ঘোরতর বিপাক শুরু হয়েছে। তবে এই ডাবল ফায়ার ভবিষ্যতবাণী আদতে কী, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, ভয়ানক ভূমিকম্প হতে পারে। আবার কেউ দাবানলের কথা বলছেন। কেউ আবার মহাকাশ থেকে কোনও বিপর্যয় পৃথিবীর বুকে নেমে আসতে পারে বলে মনে করছেন। সবকিছু মিলিয়ে বাবা ভাঙার ডাবল ফায়ার ভবিষ্যতবাণী নিয়ে অগাস্ট মাসের শুরু থেকেই নানা জল্পনা এবং আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

আরও পড়ুন: Baba Vanga: অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, সুনামী থেকে মহামারি, আর কী বাকি আছে ২০২৫-এ?

বাবা ভাঙার যে ভবিষ্যতবাণীগুলি ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে, দেখে নিন সেগুলি কী কী 

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে ২০২২ সাল থেকে। যা এখনও চলছে।

বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী, আবহাওয়া জলবায়ুর পরিবর্তন মারাত্মকভাবে চোখে পড়ছে। যার জেরে পৃথিবী জুড়ে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছে।

বাবা ভাঙা আগেই আমেরিকায় হামলার ইঙ্গিত দিয়েছিলেন। সেই অনুযায়ী, আমেরিকায় ৯/১১ তে টুইন টাওয়ারে হামলা হয়।

বাবা ভাঙার ভবিষ্যতবাণী অনুযায়ী ইউরোপে গৃহযুদ্ধের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি চলছে, তাও বাবা ভাঙা আগে থেকেই বলে গিয়েছিলেন।