River Seine (Photo Credit: @france_images/ X)

শুক্রবার থেকে প্যারিসে শুরু হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক (Paris Summer Olympics 2024)। গোটা বিশ্বের সব দেশ থেকে ক্রীড়াবিদরা অংশ নেবেন 'গ্রেটেস্ট শো অন আর্থ'এ। গোটা দুনিয়ার নজর এখন প্যারিসে। কিন্তু অলিম্পিক শুরুর আগে আইফেল টাওয়ারের শহরের আইনশৃঙ্খলা অবস্থার করুণ দশা। প্যারিসে আসা এক অস্ট্রেলিয়ান মহিলাদের গণধর্ষণ করলেন পাঁচ আফ্রিকান। ওই পাঁচ আফ্রিকান ব্যক্তি ফ্রান্সে অভিবাসী হিসেবে এসেছে বলে জানা গিয়েছে। ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা ফ্রান্সে।

গোটা বিশ্ব থেকে ক্রীড়াবিদদের পাশাপাশি কর্মকর্তা, সেলেব্রিটি, সাংবাদিক, পর্যটক, দর্শকরা প্যারিসে এসেছেন অলিম্পিকের জন্য়। কিন্তু অজি মহিলার গণধর্ষণ সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্যারিসে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সংবাদমাধ্যম।

দেখুন ভিডিয়ো

ক'দিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্যারিসে আগুন জ্বলেছিল। বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছিল দোকান, বাড়ি, শপিং মলে। পুলিশকে গুলি চালাতে হয়েছিল। গত কয়েকটি অলিম্পিক শুরুর আগে এমনটা দেখা যায়নি। ২০১৬ ব্রাজিলের রিও ডি জেনিরো গেমসের আগে সেখানকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বিঘ্ন দারুণ একটা অলিম্পিক উপহার দেয় রিও। ২০০৮ বেজিং, ২০১২ লন্ডন, ২০২০ টোকিও অলিম্পিকও দারুণভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু গণধর্ষণের ঘটনা প্যারিসকে আশঙ্কা বাড়িয়ে দিল।