Turkey Earthquake (Photo Credit:Twiter)

ভয়াবহ ভূমিকম্পে তছনছ অবস্থা তুরস্ক এবং সিরিয়ার। মৃতের সংখ্যা যেমন পাল্লা দিয়ে বাড়ছে তেমনই ক্ষয়ক্ষতির পরিমানও অনেকটাই। এই মূহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানান রকমের সাহায্য পাঠানো হয়েছে। একে একে এগিয়ে আসছে আরও অনেক দেশ।

তবে এর মধ্যেই অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানসে এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস যৌথভাবে ১১.৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য ঘোষণা করলেন। ক্যানবেরাতে যৌথ সম্মেলনে এই অর্থ রেড ক্রশ, রেড স্রিসেন্ট এবং আরও অন্যান্য সামাজিক সংস্থাগুলিতে দেওয়ার কথা জানান দুজনেই। রিখটার স্কেলে ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে সিরিয়া এবং তুরস্কে প্রায় ৪,৩০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও পর্যন্ত আহতের সংখ্যা দাড়িয়েছে ১৫,৮৩৪ এ। তবে এখানেই শেষ নয়। এখনও ভূমিকম্পের আশাঙ্কা থেকেই যাচ্ছে। যার জেরে প্রাণ হানির আশাঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

তুর্কিশ রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক জানিয়েছেন,  রক্তের প্রয়োজনীয়তা মেটাতে ইতিমধ্যেই তার দলকে ভূমিকম্প বিধস্ত এলাকায় পাঠানো হয়েছে। এছাড়াও আরও আনুষঙ্গিক সাহায্য যেমন মোবাইল কিচেন, ক্যাটারিং ভ্যান এবং অস্থায়ী তাবুও পাঠানো হয়েছে সাধারন মানুষের সুবিধার্থে।

গত ১০০ বছরে সর্বাধিক শক্তিশালি ভূমিকম্প এখনও পর্যন্ত এই এলাকাকে বিধস্ত করেছে। তুরস্ক এবং সিরিয়ার পাশাপাশি ভারত, আফগানিস্তান এবং পাকিস্তানেও ভূমিকম্পের পূর্বাভাষ অনেকেই দিয়েছেন। তাই এই পরিস্থিতি ঘুম কেড়েছে সাধারনের মানুষের। ভারতের পক্ষ থেকেও এনডিআরএফের দল পাঠানো হয়েছে তুরস্ক এবং সিরিয়াতে।