নয়াদিল্লিঃ ক্যালিফোর্নিয়ার(California) লস অ্যাঞ্জেলেসে(Los Angeles) বিধ্বংসী দাবানল(Wildfires)। বিশাল একালা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। মঙ্গলবার থেকে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এলাকা। আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে ১০০ টিরও বেশি বাড়ি। দাবানল থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয়ের সন্ধানে ছুটছেন স্থানীয়রা। দ্রুত এগিয়ে আসছে দাবানল। শহরের পশ্চিম দিকের বসতি অঞ্চলের ৩০ হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। সান্তা মনিকা ও মালিবুর উপকূলীয় অঞ্চলের মধ্যে অবস্থিত প্যাসিফিক প্যালিসেডস এলাকার অন্তত ২ হাজার ৯২১ একর বনভূমি পুড়ে গিয়েছে বলে বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর।
লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ছে দাবানল
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানান, টোপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে প্রশান্ত মহাসাগরের দিকে আগুন ছড়িয়ে পড়ার সময় বেশ কয়েকটি বাড়ি পুড়ে যায়। শুধু তাই নয় পুড়ে গিয়েছে একাধিক গাড়িও। ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ চলছে। বাতাসের কারণেই দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। যদিও আগেই সতর্কতা জারি করেছিল স্থানীয় আবহাওয়া দফতর। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৮০ মাইল পর্যন্ত হবে বলে জানায় লস অ্যাঞ্জেলেস আবহাওয়া অফিস। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেস জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য।