Earthquake In Afghanitan (Photo: Twitter)

কাবুল, ২২ জুন: আফগানিস্তানে ভূমিকম্পে (Earthquake In Afghanistan) মৃত্যু হল শতাধিক মানুষের। গতরাতে ৬.১ মাত্রার ভূমিকম্প হয় দেশটির পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে (Paktika Province)। সেখানে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। যদিও সংবাদসংস্থা রয়টার্স ১৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

সোশাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে ভূমিকম্পের জেরে পাকতিকা প্রদেশে বহু ঘর-বাড়ি ভেঙে পড়েছে।  ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হচ্ছে মানুষজনকে। একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়ে যেতে পারে। আরও পড়ুন: Emergency In Pakistan's Punjab: ক্রমেই বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা, পাক পঞ্জাবে জারি জরুরি অবস্থা

Afghanistan state-run news agency reports at least 155 killed in earthquake in country's eastern Paktika province, reports AP

জানা গিয়েছে, ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।