কুয়ালালামপুর: রাস্তার উপরে একটি চার্টাড বিমান (Malaysia Plane Crash) ভেঙে পড়ার ফলে মালয়েশিয়ায় (Malaysia) মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের (Kualalumpur) উত্তরে অবস্থিত একটি এক্সপ্রেসওয়েতে (Expressway)।
মালয়েশিয়ার সিভিল অ্যাভিয়েশন অথরিটির তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, লাঙ্গকায়ই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ জন যাত্রী ও ২ জন কর্মী নিয়ে উড়েছিল ওই বিমানটি। যাওয়ার কথা ছিল সুলতান আজিজ শাহ বিমানবন্দরে। বিমানটির সঙ্গে সুবাং এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের প্রথম যোগাযোগ স্থাপন হয়েছিল দুপুর ২.৪৭ মিনিটে। টাওয়ার থেকে বিমানটিকে অবতরণের ছাড়পত্র দেওয়া হয়েছিল ২.৪৮ মিনিটে।
কিন্তু, কন্ট্রোল টাওয়ার থেকে লক্ষ্য করা হয় যে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। কিন্তু, তার আগে দুর্ঘটনার বিষয়ে কোনও ফোনও আসেনি টাওয়ারে।
আধিকারিক সূত্রে জানা গেছে, বিমানটি রাস্তা দিয়ে চলা একটি গাড়ি ও মোটর সাইকেলের উপর ভেঙে পড়ে। এর ফলে ওই দুটিতে থাকা দুই ব্যক্তির মৃত্যু হয়। আরও পড়ুন:
Malaysia: 10 killed as charter plane crashes onto expressway
Read @ANI Story | https://t.co/4urRKQzqIG
#Malaysia #KualaLumpur #PlaneCrash pic.twitter.com/BGKAaIcQ3k
— ANI Digital (@ani_digital) August 17, 2023