আরিয়ানা সাইদ (Photo Credits: ANI)

তালিবানের দখলে গোটা আফগানিস্তান৷ প্রেসিডেন্ট আশরাফ গনি ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষ ভরসা রাখতে পারছে না৷ তালিবানি শাসন থেকে বাঁচতে যেনতেন প্রকারেণ দেশ ছাড়তে তৎপর সকলে৷ নিজে না পারলেও সন্তানকে বিপন্মুক্ত রাখতে কাঁটাতারের পাঁচিল টপকে মার্কিন সেনার হাতে দুধের শিশুকে তুলে দিচ্ছেন আফগানি মা৷ এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ ইতিমধ্যেই মার্কিন বায়ুসেনার বিমান থেকে পড়ে গেছেন তিন আফগান৷ এই পরিস্থিতিতে দেশের মহিলাদের জন্য চিন্তিত আফগান পপ তারকা আরিয়ানা সাইদ (Aryana Sayeed)৷ 

তিনি বলেছেন, দেশের বাইরে থাকায় আমি ভাল আছি৷ তবে মন পড়ে আছে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষের কাছে৷ বিশেষ করে মহিলাদের জন্য চিন্তা হচ্ছে৷ ২০ বছর আগে তাঁরা যে পরিস্থিতির মধ্যে ছিলেন তা অভাবনীয়৷ এখন আমরা সেই একই জায়গায় ফিরে গেছি৷ যেখানে আগে ছিলাম৷”   

 এই পরিস্থিতিতে ভারত সরকারের অবদানকে অস্বীকার করেননি আরিয়ানা৷   বরং ভারতের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেছেন, "সমগ্র আফগানিস্তানের পক্ষ থেকে আমি ভারতের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমি ধন্যবাদ জানাতে চাই। কয়েক বছর ধরে আমরা বুঝতে পেরেছি যে আমাদের প্রতিবেশীদের মধ্যে একমাত্র ভাল বন্ধু হল ভারত৷  "