Photo Credit (Twiter)

লকহিড মার্টি। বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তির ফাইটারজেট প্রস্তুতকারী সংস্থা।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ২ বিলিয়ন ডলারের চুক্তি সম্পন্ন করল এই অস্ত্র নির্মানকারী সংস্থাটি।

চুক্তি অনুযায়ী আমেরিকার নৌবাহিনীর জন্য (সিপিএস) কনভেনশনাল প্রম্পট স্ট্রাইক সিস্টেম প্রযুক্তির অস্ত্র তৈরি করবে তারা।মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জুমওয়াল্ট ক্লাস ডেসট্রয়ার স্টিলথ্ জাহাজের জন্য এই অস্ত্র তৈরি করা হবে বলে জানা গেছে।

এর পাশাপাশি সংস্থার তরফে লঞ্চার সিস্টেম, ওয়েপন কন্ট্রোল সিস্টেম, মিসাইল তৈরির উপকরন এবং আরও বেশ কিছু জিনিসও প্রদান করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বিরোধী দেশগুলি হাইপার সুপারসনিক মিসাইল তৈরির ক্ষেত্রে প্রতিযোগীতা শুরু করেছে। নতুন এই অস্ত্র শব্দের চেয়েও পাঁচ গুন বেশি গতিতে আকাশে ছুটবে বলে জানা গেছে।

চিন, রাশিয়ার মত দেশ উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করছে।তাই প্রতিযোগীতায় পিছিয়ে থাকতে নারাজ আমেরিকা।লক হিড মার্টিনের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির F35  ফাইটার জেট যুক্ত করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারফোর্সে। এছাড়া মার্কিন সেনায় ব্যবহত বহু অস্ত্র এই সংস্থারই তৈরি।