ভারত (India) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে মালদ্বীপ সরকারের করা কিছু কুরুচিকর মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে সম্পর্কে যখন অবনতি আসে সেই সময় মালদ্বীপ (Maldives) বয়কটের রব উঠেছিল এ দেশে। আর সেই থেকেই আন্দামান নিকবোর দীপপুঞ্জের (Andaman and Nicobar) প্রতি আরও বেশি করে আকর্ষণ তৈরি হয় ভারতবাসীর। দ্বীপে বাড়তে শুরু করে পর্যটকদের সংখ্যা। পর্যটকদের আরও বেশি করে টানতে এবং তাঁদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর করার লক্ষ্যে 'সি প্লেন' পরিষেবা (Seaplane Service) চালুর পরিকল্পনা করছে আন্দামান ও নিকোবর প্রশাসন।
কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রক এবং ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মিলে যৌথভাবে পোর্ট ব্লেয়ার (Port Blair) এবং দ্বীপপুঞ্জের অন্যান্য দ্বীপগুলির মধ্যে সমুদ্র-বিমান (Seaplane) পরিষেবা বিকাশের ভাবনাচিন্তা চালাচ্ছে। অর্থাৎ এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে পর্যটকরা এই বিমান পরিষেবা গ্রহণ করতে পারবেন।
আন্দামান ও নিকোবর (Andaman & Nicobar) প্রশাসনের বেসামরিক বিমান সচিব বিশ্বেন্দ্র জানাচ্ছেন, পোর্ট ব্লেয়ার বিমানবন্দর (Port Blair Airport) থেকে স্বরাজ দ্বীপ (হ্যাভেলক দ্বীপ), শাহীদ দ্বীপ (নীল দ্বীপ) এবং লং আইল্যান্ডের (উত্তর ও মধ্য আন্দামান) মধ্যে যাতায়াতের জন্যে সমুদ্র বিমান পরিষেবার (Seaplane Service) পরিকল্পনা করা হচ্ছে।
আন্দামান ও নিকোবরে 'সি প্লেন' পরিষেবা...
Under the esteemed leadership of Hon’ble LG @Admiral_DKJoshi, Deptt. of Civil Aviation, ANI along with M/s. De Havilland, the manufacturer of Twin Otter Seaplanes, carried out demo Seaplane flight operations at Sri Vijaya Puram, Swaraj Dweep & Shaheed Dweep on 17th Nov. 24
1/2 pic.twitter.com/vyNwR2Gjb9
— Andaman and Nicobar Admn (@Andaman_Admin) November 17, 2024
ইতিমধ্যেই শুরু হয়েছে পরীক্ষামূলক উড়ান। রবিবার শ্রী বিজয়া পুরম, স্বরাজ দ্বীপ এবং শহীদ দ্বীপে প্রথম দফায় সমুদ্র বিমান পরিষেবার পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়েছে।