কাবুল, ৮ সেপ্টেম্বর: আতঙ্ক যখন ঘরের দোরে এসে ধাক্কা দেয় তখন আর আলাদা করে ভয় থাকে না৷ প্রমাণ করেদিলেন আফগান মহিলা৷ গতমাসেই কাবুল দখল করে নিয়ে আফগানিস্তানে (Afghanistan Crisis) শরিয়ত শাসন প্রতিষ্ঠা করেছে তালিবান৷ তারপর থেকেই সেদেশে মহিলাদের শান্তিপূর্ণ জীবন যাপন মাথায় উঠেছে৷ এদিন আফগানি মহিলারা কাবুলের রাজপথে নেমে তালিবান বিরোধী স্লোগান তোলেন৷ পাকিস্তান বিরোধী স্লোগানও শোনা যায় তাঁদের মুখে৷ এই বিক্ষোভ দমন করতে আসরে নামতে মোটেও দেরি করেনি তালিব বাহিনী (Taliban armed man)৷ প্রথমে শূন্যে গুলি ছুঁড়ে প্রতিবাদের মুখ চাপা দিতে চেয়ে ব্যর্থ হয়৷ তারপর পূর্ণ উদ্যমে আগ্নেয়াস্ত্র বাগিয়ে তেড়ে যায় প্রমীলা বাহিনীর দিকে৷ তবে তাতে ভয় পাননি আফগান মহিলা (Afghan woman)৷ বরং বুক চিতিয়ে সেই বেয়নেটের মুখে দাঁড়িয়ে পড়েছেন৷ আরও পড়ুন-Rahul Vaidya Over Sidharth Shukla’s Death: ‘সব শেষ-বেঁচে থাকার ইচ্ছেই চলে গেল’, রাহুলের কাছে ভেঙে পড়লেন সিদ্ধার্থের মা; নির্বাক শেহনাজ
সংবাদ সংস্থা রয়টার্সের সাড়া জাগানো এই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে৷ ছবিতে দেখা যাচ্ছে, তালিবানের রাইফেলের ঘেরাটোপে নির্ভীক আফগান নারী৷ তাঁদের যে আর কোনও কিছুতেই কিছু যায় আসে না, তা বলতে কোনও দ্বিধা নেই৷ হিংস্র তালিবানের সামনে মাথা না ঝুঁকিয়ে তাঁদের এই রুখে দাঁড়ানো যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কত মানুষকে অনুপ্রেরণা দেবে, তা বলার অপেক্ষা রাখে না৷ এই দৃশ্য ১৯৮৯ সালে বেজিংয়ের তিয়েনয়ানমেনকে মনে করায়৷ ছাত্র বিক্ষোভ থামাতে তৎপর চিন সরকার৷ যখন গুলিগোলা, কামান কিছুই বাদ দিল না, তখন ট্যাংকারের সামনেই দাঁড়িয়ে পড়েছিলেন এক সাধারণ চিনা নাগরিক৷ ইন্টারনেট না থাকলেও সেই ছবি ছড়াতে সময় নেয়নি৷ পরে সেই ভদ্রলোকের পরিচয় জানা না গেলেও আজকের কাবুলের ঘটনা কিন্তু তিয়েনয়ানমেনকে ফের মনে করিয়ে দিল৷
An Afghan woman fearlessly stands face to face with a Taliban armed man who pointed his gun to her chest.
Photo: @Reuters pic.twitter.com/8VGTnMKsih
— Zahra Rahimi (@ZahraSRahimi) September 7, 2021
বলাবাহুল্য সমষ্টির বিরুদ্ধে একের প্রতিবাদ এই প্রথম নয়৷ এরও আগে হিটলারের নাৎসি বাহিনীর সামনে আনুগত্য প্রকাশে না করেছিলেন জার্মান তরুণ৷ আর লুইজিয়ানায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে মারমুখী পুলিশবাহিনীর সামনে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে পড়েন এক মার্কিন তরুণী৷ ভয় শুধু একটা শব্দবন্ধ, তার যে সত্যি তেমন কোনও শক্তি নেই তা ফের প্রমাণ করলেন আফগান মহিলা৷ কিছুক্ষণের জন্যে হলেও এহেন প্রতিরোধের মুখে পড়ে হকচকিয়ে যায় বন্দুকধারী তালিবানও৷