বিদেশ

প্রেমিককে ছুড়ি দিয়ে কোপালো বামন পর্ণ তারকা! অন্য মেয়ের সঙ্গে বিছানায় যাওয়াতেই এমন পরিণতি
Puja Mandalনিজের প্রেমিককে (Boyfriend) ছুড়ি (Knife) দিয়ে কোপালো বামন পর্ণ তারকা (Midget Porn Star)। অন্য এক মহিলার (Woman) সঙ্গে সম্পর্করত অবস্থায় দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেন নি তিনি। যার কারণেই প্রেমিকের শরীরে ছুরির কোপ বসান তিনি। এই ঘটনার পর ওই পর্ণ তারকাকে গ্রেফতার করেছে পুলিস (Police)। সোশ্যাল সাইটে (Social Site) ব্রিজেড পাওয়ারস (Bridget Powers) নামে পরিচিত হলেও, ৩৯ বছরের ওই বামন পর্ণ তারকার আসল নাম শেরিল মারফি (Cheryl Murphy)। এহেন ঘটনা ঘটানোর জন্য শেরিলকে ১৫ বছরের সাজা দিয়েছে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে (Las Vegas) ঘটনাটি ঘটেছে গত মাসের ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে নাগাদ। প্রেমিক জেসি জেমস (Jesse James) বর্তমানে সুস্থ।

ইমরান খানের সরকারের আয়ু বেশিদিন নেই, পাকিস্তানে গণতন্ত্র ফেরাতে বিক্ষোভের ডাক বিলাওয়াল ভুট্টো জারদারির
Shammi Hudaসেনার হাতের পুতুল ইমরান খান (Imran Khan) বকলমে পাক প্রধানমন্ত্রীকে একথাই বললেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি (Bilawal Bhutto-Zardari)। তিনি এদিন বলেন, ইমরান খানের সরকার পাঁচ বছরের সময়সীমাও পেরোতে পারবে না। যেহেতু এই পুতুল সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই দেশের আমজনতা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি পথে নেমে পড়েছে।

প্রযুক্তিগত সমস্যার কারণে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশে বিলম্ব, ক্ষমা চাইল নির্বাচন কমিশন
Sanjoy Patraআফগানিস্তানের (Afghanistan) রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) প্রাথমিক ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। জানিয়েছে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন (Independent Election Commission)। নির্বাচনে নিযুক্ত কমিশনের আধিকারিকরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ফলপ্রকাশ সম্ভবত পিছিয়ে দেওয়া হবে। আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের (IEC) প্রধান আওয়া আলম নূরস্তিনি (Awa Alam Nuristani)ভোট গণনা কতদিন দেরি হবে তা জানাননি। তিনি বলেন, "দুর্ভাগ্যক্রমে, কিছু প্রযুক্তিগত সমস্যা এবং স্বচ্ছত বজায় রাখার চেষ্টার কারণে আমরা নির্বাচনী সময়সূচির ভিত্তিতে ফলাফল ঘোষণা করতে পারিনি।" সাংবাদিক বৈঠতে তিনি এই কারণে ক্ষমাও চেয়ে নেন।
করতারপুর করিডরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান আসবেন মনমোহন সিং, দাবি পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির
Sanjoy Patraকরতারপুর করিডরের (Kartarpur Corridor) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান আসবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (former Prime Minister Manmohan Singh)। আজ এই দাবি করেছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mehmood Qureshi )। পাকিস্তানের বিদেশমন্ত্রীর দাবি, মনমোহন সিং পাকিস্তান সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কুরেশির আরও দাবি যে মনমোহন সিং তাঁকে একটি চিঠি লিখেছেন। যাতে তিনি বলেছেন প্রধান অতিথি হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে করতারপুর আসবেন তিনি।" সংবাদ সংস্থা ANI-র একটি টুইটে বলা হয়েছে, শাহ মেহমুদ কুরেশি পাকিস্তানের ক্যাপিটাল টিভিকে বলেছেন, "আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে একটি চিঠি লিখেছেন এবং বলেছেন, প্রধান অতিথি (chief guest) হিসাবে নয় একজন সাধারণ মানুষ (ordinary man) হিসাবে আমি আসব।" কুরেশি বলেন, "সাধারণ মানুষ হয়ে আসলেও আমরা মনমোহন সিংকে স্বাগত জানাব।"
ডাকাতি করতে এসে প্রবীণাকে চুমু খেল ডাকাত: ভিডিও
Sanjoy Patraবাড়ির কাছেই ওষুধের দোকানে (pharmacy) গেছিলেন এক প্রবীণা ( old woman)। আর সেখানে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কল্পনাও করতে পারেননি তিনি। ওষুধের দোকানে তিনি যখন প্রয়োজনীয় জিনিস কিনছেন হঠাৎই সেখানে হানা দেয় দুই ডাকাত। এরপরের ঘটনা খুবই আশ্চর্যজনক। এক ডাকাত যখন দোকানের কাউন্টারে এক কর্মীকে ভয় দেখিয়ে টাকা নিতে ব্যস্ত। সেই সময় ওই প্রবীণা আরেকজন ডাকাতকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। যদিও সেই ডাকাত প্রবীণার কাছ থেকে টাকা নিতে অস্বীকার করে। পরিবর্তে, প্রবীণার কপালে চুম্বন (kiss) করে। ঘটনাটি উত্তর-পূর্ব ব্রাজিলের আমারান্তে (Amarante) শহরের।
প্রায় এক টন ওজনের কুমড়ো জিতল পুরস্কার, সত্যি?
Sanjoy Patraকত বড় কুমড়ো (pumpkin) দেখেছেন? খুব বেশি হলে ১০ কেজি, ২০ কেজি, ৫০ কেজি ওজনের। কিন্তু এক টনের (৯৮৬ কেজি) কাছাকাছি ওজনের কুমড়ো দেখেছেন? একটুকুও বাড়িয়ে বলছি না। এক টনের কাছাকাছি ওজনের কুমড়ো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকার বাসিন্দা লিওনার্দো ইউরেনা (Leonardo Urena)। ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ৪৬তম 'সেফওয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে' ( Safeway World Championship) সবচেয়ে বড় সবজি এই এক টন ওজনের কুমড়ো প্রথম স্থান অর্জন করেছে। পুরস্কারস্বরূপ ইউরেনা পেয়েছেন ১৫ হাজার মার্কিন ডলার। বছরব্যাপী যত্ন করে বড় করা এই কুমড়ো ১২০০ বর্গফুট জায়গা নিয়ে বেড়ে উঠে ইউরেনার ফার্মে।
গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপের এশিয়া কো-অর্ডিনেটর স্টিভেন বাটলারকে কালো তালিকাভুক্ত করল পাকিস্তান, নিন্দায় সরব সংস্থার কর্তৃপক্ষ
Madhurima Devপাকিস্তানে বাধার মুখে একাধিক বিদেশি সংবাদসংস্থা থেকে ইংরেজি সংবাদপত্র, গণমাধ্যম। গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপ (Global Press Freedom Group), এশিয়ার কোঅর্ডিনেটর (Asia Coordinator) স্টিভেন বাটলারকে (Steven Butler) বহিস্কৃত করে কালোতালিকাভুক্ত করল পাকিস্তান। এমনকি তাঁকে দেশে ঢুকতেও নিষেধাজ্ঞা জারি করেছে। গ্লোবাল প্রেস ফ্রিডম গ্রুপটি সাংবাদিকদের সুরক্ষাপ্রদান করে। এই গোষ্ঠীর এগজিকিউটিভ ডিরেক্টর শুক্রবার স্টিভেন বাটলারের বহিস্কার করার ঘটনাটির নিন্দা করেন।
১৫ মিনিটের বেশি আর থাকা যাবে না টয়লেটে! স্মার্ট পাবলিক টয়লেট বসাচ্ছে চিনা সরকার
Puja Mandalএবার স্বস্তির জায়গাতেও সময় বেঁধে দিল চিনা সরকার (China Government)। ১৫ মিনিটের বেশি আর থাকা যাবে না টয়লেটে (Toilet)! অফিসের মধ্যে কাজের ফাঁকে অনেকেই নিজেকে সময় দিতে টয়লেটে মোবাইল ফোন, খবরের কাগজ, বই পড়ে থাকেন। এবার থেকে তা আর এত স্বস্তির হবে না। কারণ সম্প্রতি স্মার্ট পাবলিক টয়লেট (Smart Public Toilet) বসানোর উদ্যোগ নিয়েছে চিনা সরকার। যেখানে লাগান থাকবে একরকমের টাইম সেন্সর (Time Sensor)। যাতে কোন কর্মীই বেশিক্ষণ সময় কাটাতে পারবেন না টয়লেটে। এক্ষেত্রে স্বস্তির উপরেও বেঁধে দেওয়া হচ্ছে ঘড়ি। জানা গিয়েছে, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র ১৫ মিনিট।
Blast Inside Afghanistan Mosque: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত অন্তত ২৮; আহত ৫৫
Sanjoy Patraশুক্রবারের নামাজের সময় আফগানিস্তানের (Afghanistan) একটি মসজিদের (Mosque) ভিতরে বিস্ফোরণে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা কমপক্ষে ৫৫। সরকারি তরফে জানানো হয়েছে, নানগারহার প্রদেশে (Nangarhar province) একটি মসজিদের বিস্ফোরণ হয়। নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হাসকা মিনা জেলায় (Haska Mina district) বিস্ফোরণ হয়। হাসকা মিনার একটি হাসপাতালের এক চিকিৎসক সংবাদসংস্থা এএফপি-কে বলেন, "অন্তত ৩২ জনের মৃতদেহ আনা হয়েছিল। ৫৫ জন আহতকেও নিয়ে আসা হয় হাসপাতালে।" এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে মনে করা হচ্ছে তালিবান ও ইসলামিক স্টেট-র মধ্যে কোনও একটি সংগঠন এই বিস্ফোরণ ঘটিয়েছে।
ভাইরাল: গাঁজা চুরির বিচার চাইতে সটান ফোন পুলিশে; ফোন না করার অনুরোধ জানাল পুলিশ!
Puja Mandalবহুদিন ধরেই আমেরিকায় (America) ফ্লোরিডায় (Florida) নিষিদ্ধ করা হয়েছে গাঁজার (Marijuana) ব্যবহার। কিন্তু প্রসাশনের জারি করা এই নিসেধাজ্ঞাকে মান্যতা দেওয়া তো দূর বরং গাঁজা চুরি যাওয়ার বিচার চাইতে পুলিসকে (Police) ফোন করে বসলেন এক গাঁজা সেবনকারী। জানা গিয়েছে, ওই ব্যক্তি পুলিসে ফোন করে অভিযোগ করেন তার গাঁজা চুরি করে নিয়েছে তার রুমমেট (Roommate)! কিন্তু পুলিশ তার অভিযোগে গুরুত্ব না দেওয়ায় তিনি বারবার ফোন করতে থাকেন পুলিশের নির্দিষ্ট নম্বরে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার পাস্কো (Pasco) শহরে।
মরলেই বিমার এক লক্ষ ৫০ হাজার পাউন্ড, দত্তক পুত্রকে খুন করে বিলেতের হাজতে দম্পতি
Shammi Hudaএক লক্ষ ৫০ হাজার পাউন্ডের (£150,000) বিমা আত্মসাৎ করার জন্য দত্ত সন্তানকে খুনের অভিযোগ। অভিযোগ উঠল এক ব্রিটিশ দম্পতির (British couple) বিরুদ্ধে। অভিযুক্তরা হল অর্তি ধির ও কাভাল রায়জাদা। তাঁদের মৃত পুত্রের নাম গোপাল সেজানি (Gopal Sejani)। তাঁর বাড়ি গুজরাটে। অভিযোগ, দত্তক নয় গোপালকে অপহরণ করেছিল ওই দম্পতি। এনিয়ে ভারত সরকার মামলা করলেও অর্তি ও কাভালকে ভারচের হাতে তুলে দেয়নি ব্রিটেন। পরে তদন্তে নেমে দেখা যায় ওই দম্পতি আসলে খুনি। তারা পশ্চিম লন্ডনের হ্যানওয়েলের বাসিন্দা।
ভুটানের জাতীয় স্মৃতিসৌধ চোর্তেন-র উপর উঠে দাঁড়িয়ে ছবি তোলা! আটক ভারতীয় পর্যটক
Sanjoy Patraভুটানের জাতীয় স্মৃতিসৌধ (National Memorial) চোর্তেন (Chorten)-র উপর উঠে দাঁড়ানোর জন্য এক ভারতীয় পর্যটককে আটক করেছে রয়্যাল ভুটান পুলিশ ( Royal Bhutan Police)। শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে। আটক ভারতীয় পর্যটকের নাম অভিজিৎ রতন হাজারে (Abhijit Ratan Hajare)। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। চোর্তেন হল বৌদ্ধধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্মৃতিস্তম্ভ (religious monument)। যা ভুটানের জাতীয় স্মৃতিসৌধ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে ছারখার পাকিস্তানের পাঞ্জা সাহিব গুরুদ্বার; তদন্তের দাবি জানিয়েছেন শিরোমণি আকালি দলের বিধায়ক মনজিন্দর সিং
Puja Mandalভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। ছারখার হয়ে গেল পাকিস্তানের পাঞ্জা সাহিব গুরুদ্বার (Pakistan's Panja Sahib Gurdwara)। গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের হাসান আবদাল (Hasan Abdal) শহরে। এহেন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে এখন রীতিমত স্তব্ধ গোটা পাকিস্তান। স্থানীয়রা এই ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা হিসেবে ভাবলেও সমাজের বিভিন্ন অংশের দাবি কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এমনকী এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে, শিরোমণি আকালি দল বা এসএডি (Shiromani Akali Dal)। ইচ্ছাকৃতভাবেই কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছেন শিরোমণি আকালি দলের নেতা তথা বিধায়ক মনজিন্দর সিং (Manjinder Singh)। তদন্তের (Investigation) দাবি জানিয়েছেন তিনি।
Saudi Arabia Bus Accident: পবিত্র মদিনা শহরে ভয়াবহ পথদুর্ঘটনায় ৩৫ জন তীর্থযাত্রীর মৃত্যু
Shammi Hudaসৌদি আরবে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রায় ৩৫জন বিদেশী পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা চার। বুধবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সৌদির পশ্চিম অংশের শহর মদিনায়। যাত্রী বোঝাই বেসরকারি চাটার্ড বাসটির সঙ্গে পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় একসঙ্গে প্রায় ৩৫জনের মৃত্যু হয়েছে। মৃতেরা প্রত্যেকেই তীর্থযাত্রী ছিলেন। এই তীর্থযাত্রীরা আরব ও এশিয়া মহাদেশের নাগরিক (Arab and Asian pilgrims)।
চলন্ত গাড়ি থেকে গুলতি দিয়ে ব্যবহৃত ডায়াপার ছোঁড়ার অভিযোগ, গ্রেপ্তার চালক
Shammi Hudaহাইওয়েতে গাড়ি চালানোর সময় মল মূত্র-সমেত ডায়াপার (diapers) ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ ওই ব্যক্তি ৬০টি ব্যবহৃত ডায়পার গাড়ির জানলা দিয়ে রাস্তায় ফেলে যান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় (Florida)। সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, সাত সকালে অফিসে যাচ্ছিলেন তিনি। সেদিন বেশ ঠান্ডা ছিল। আচমকাই তাঁর গাড়ির কাচের উপরে একটি ব্যবহৃত ডায়াপার এসে পড়ে।
এনআইএ তাঁকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে যথাযথ নথি দিয়ে তা প্রমাণ করুক, ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দিলেন জাকির নায়েক
Shammi Hudaদিন দুয়েক আগেই এনআইএ আইজি অলোক মিত্তল অভিযোগ করেন, বিতর্কিত ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের ভিডিও বার্তা থেকেই অনুপ্রাণীত হয়ে ভারতীয় যুবকদের একাংশ আইসিসে যোগ দিচ্ছে। এদিন কুয়ালালামপুর থেকে সেই বার্তার জবাব দিলেন জাকির নায়েক। কোনওরকম তথ্য প্রমাণ ছাড়া এনআইএ তাঁর বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছে। রীতিমতো ক্ষোভের সঙ্গে জাকির নায়েক বলেন, গত তিনবছরে চেষ্টা করেও আমাকে সন্ত্রাসবাদী প্রমাণ করতে পারেনি এনআইএ।
মু্ক্তিপ্রাপ্ত ১৩ জেলবন্দিকে তাদের দেশে ফেরাতে বিমানের টিকিট কেটে দিলেন দুবাইয়ের ভারতীয় ব্যবসায়ী
Shammi Hudaএবার দুবাইয়ের জেল থেকে মুক্তিপ্রাপ্ত ১৩জনকে দেশে পাঠাতে বিমানের টিকিট কিনলেন ভারতীয় ব্যবসায়ী। মুক্তিপ্রাপ্ত ওই জেলবন্দিদের কেউ পাকিস্তানি নাগরিক তো কেউ আফগানিস্তান, বাংলাদেশ বা চিনের। দিলদরিয়া ওই ভারতীয় ব্যবসায়ীর নাম যোগীন্দর সিং সালারিয়া (Joginder Singh Salaria)। দুবাইয়ের জেল থেকে ছাড়া পাওয়া ১৩জনকে বাড়ি ফেরাতে তিনিই উদ্যোগ নিয়েছেন।
Kartarpur Corridor:গুরু নানকের ৫৫০-তম জন্ম বার্ষিকীতে পাকিস্তানের করতারপুর সাহিবে যেতে পারমিটের আবেদন করুন, কীভাবে করবেন ?
Shammi Hudaযাঁরা গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে করতারপুর সাহিব গুরুদ্বারে যেতে চান তাঁদের আগাম অনুমতি নিতে হবে। অন্তত ৩০ দিন আগে এই অনুমতির জন্য আবেদন করতে হবে। সেই সব পুণ্যার্থীদের পাসপোর্টে কোনও স্ট্যাম্প মারা হবে না। সোমবার ভারতের ডেরাবাবা নানকে একটি উদ্যোক্তাদের একটি জরুরি বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের খবর।
১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে জন্মদিনে বলল বাবা ‘এটাই তোর জন্মদিনের গিফ্ট’
Puja Mandalরোম হর্ষক! ১৩ বছরের মেয়েকে ধর্ষণ (Rape) করে জন্মদিনে (BirthDay) বলল বাবা (Father) ‘এটাই তোর জন্মদিনের গিফ্ট!’মেয়ের ১৩ বছরের জন্মদিনে বাবা তাকে ধর্ষণ করে জানিয়েছে, এটি তার জন্মদিনের উপহার (Birthday Gift)। সম্প্রতি দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে (South America's Bolivia) ঘটে গিয়েছে এমনই এক ভয়ংকর অপরাধের ঘটনা। কিন্তু এমন ঘটনা ঘটানোর পিছনে ওই ব্যক্তির উদ্দেশ্য যৌন লালসা ছিল না। জেরার মুখে এমন অদ্ভুত তথ্যই উঠে এসেছে পুলিসের (Police) হাতে। ঘটনার পিছনের কারণ জানতে পেরে রীতিমত হতবাক পুলিস।
‘ভারত যে পদক্ষেপই নিক না কেন সিরিয়া সবসময় পাশেই থাকবে’, রাষ্ট্রদূত রিয়াদ আব্বাস
Shammi Hudaজম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা (Article 370) তুলে দিয়েছে ভারত। এই বিষয়টি নিয়ে গোটা বিশ্বে প্রতিবেশী পাকিস্তান আলোড়ন তুললেও মনে রাখতে হবে যে এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। নাগরিক সুরক্ষাকে মজবুত করতে বিশ্বের যে কোনও দেশের সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে। দিল্লিতে একথাই বললেন সিরিয়ার রাষ্ট্রদূত রিয়াদ আব্বাস (Riad Abbas)।