Afghanistan Crisis: সাতসকালেই রকেট হানা, কাঁপল কাবুল

যুদ্ধের দামামা, বিমান হানা থেকে শুরু করে তালিবানি তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত আফগানিস্তান৷ রবিবারের পর সোমবার সাতসকালেই কাবুলের হামিদ কারাজাই আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকায় চলল রকেট হানা৷

বিস্পোরণের পর ধোয়া কাবুল বিমানবন্দরে, ছবি সংগৃহীত

কাবুল, ৩০ আগস্ট: যুদ্ধের দামামা, বিমান হানা থেকে শুরু করে তালিবানি তাণ্ডবে পুরোপুরি বিপর্যস্ত আফগানিস্তান৷ রবিবারের পর সোমবার সাতসকালেই কাবুলের হামিদ কারাজাই আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া এলাকায় চলল রকেট হানা৷ জানা গেছে, এদিন সকাল ছ’টা বেজে ৪০ মিনিট নাগাদ কাবুল (Kabul) বিমানবন্দরের দিকের ল্যাব জার খাইরখানা চৌরাস্তা লাগোয়া ক খোরশিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়ি থেকে ২টি রকেট ছোঁড়া হয়। কে বা কারা এই রকেট ঠিক কোন কারণে হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়৷ ইতিমধ্যেই NATO আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করেছে৷ মার্কিন সেনাকে পুরোপুরি সরিয়ে নেওয়ার শেষ দিন আগামীকাল৷ সবমিলিয়ে ২৪ ঘণ্টা সময় রয়েছে মার্কিন সেনার হাতে৷ আরও পড়ুন-Janmashtami 2021 Wishes: জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা মোদি, কোবিন্দ, রাহুলের

আইসিসের বিস্ফোরক বোঝাই করা গাড়িতে বিমান হানা চালায় মার্কিন সেনা৷ রবিবার সন্ধ্যাতেই এর জবাব দিয়েছে আইসিস৷ গত বৃহ্স্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল৷  সেখানে ফের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ সোমবার সকালের রকেট হানা যেন সেই হামলারই নির্দেশক৷