
নয়াদিল্লিঃ ১৫ কিলোমিটার রাস্তা (Road) জুড়ে যানজট। রাস্তায় পাঁচ ঘণ্টা ধরে আটকে অ্যাম্বুলেন্স (Ambulance)। হাসপাতালের (Hospital) পথেই মৃত্যু ৩ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে কেরলের কুন্নুরের কোত্তিউরে। জানা গিয়েছে, মস্তিষ্কে একটি গুরুতর রোগে আক্রান্ত ছিল ওই শিশু। গত ১৪ জুন আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন স্থানীয় চিকিৎসক। শিশুকে ওয়ানাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে। কিন্তু রাস্তায় ব্যাপক যানজট থাকায় ১০ মিনিটের পথ আসতে ৩ ঘণ্টা সময় লেগে যায় অ্যাম্বুলেন্সের। যানজট পেরিয়ে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে পৌঁছতে আরও ২ ঘণ্টা সময় লেগে যায়। পরে হাসপাতালেই মৃত্যু হয় ওই শিশুর।
রাস্তায় তীব্র যানজট, অ্যাম্বুলেন্সতেই মৃত্যু শিশুর
চিকিৎসকেরা জানান, আগে চিকিৎসা শুরু হলে হয়তো বেঁচে যেত ওই শিশু। জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই অবিরাম বৃষ্টিতে ভিজছে কেরল। আর এই বৃষ্টির কারণেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, স্থানীয় কোনও এক আচার অনুষ্ঠানের জন্যও রাস্তায় স্বাভাবিকের চেয়ে ভিড় দেখা যায়। যার জেরেও যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Kannur Shocker: 3-Year-Old Boy With Brain Condition Dies After Ambulance Gets Stuck in Traffic for Over 5 Hours Due to Kottiyoor Temple Festival in Kerala #Kerala #Kannur #Ambulance #Traffic
— LatestLY (@latestly) June 17, 2025
Read: https://t.co/zFrtBjz8LI
— LatestLY (@latestly) June 17, 2025