নয়াদিল্লিঃ শখ করে নদীতে (River) স্নান করতে নেমে বিপত্তি। কুমিরের (Crocodile) কামড়ে মৃত্যু ৪৫ বছরের মহিলার। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়া জেলার ভিতারকনিকা জাতীয় উদ্যানের কাছে এক খরশ্রোতা নদীতে। জানা গিয়েছে, এদিন ওই নদীতে স্নান করতে নেমেছিলেন এক মহিলা। সেই সময়ই তাঁকে আক্রমণ করে একটি কুমির। কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় মহিলার শরীর। নদীর চড়ে ভেসে আসে মহিলার দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আরও পড়ুনঃ ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
নদীতে স্নান করতে নেমে কুমিরের মুখে ৪৫ বছরের মহিলা
ওই নদীতে এর আগে এই ধরনের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। আগে কখনও ওই নদীতে কুমিরও দেখা যায়নি বলে দাবি তাঁদের। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা তা ভেবে উঠতে পারছেন না তাঁরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অন্যদিকে মৃতার পরিবারের হাতে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে বনদফতর। নদীতে এখনই নামার অনুমতি নেই সাধারণ মানুষের। কুমিরটির খোঁজে নদীতে রোজ তল্লাশি অভিযান চালাচ্ছেন বনদফতরের আধিকারিকেরা।
নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
45-Year-Old Woman Killed In Crocodile Attack While Bathing In Odisha Riverhttps://t.co/zckDyx156N pic.twitter.com/SlniGv1nSE
— NDTV (@ndtv) June 16, 2025