Afghanistan: আফগানিস্তান থেকে কতজন ভারতীয়কে ফেরানো হয়েছে! কী বলল কেন্দ্র
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আফগানিস্তান থেকে কতজন ভারতীয়কে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, সেই সংখ্যা ক্রমাগত পরিবর্তন হচ্ছে।
কাবুল, ২৭ অগাস্ট: আফগানিস্তান (Afghanistan) থেকে এখনও পর্যন্ত কতজন ভারতীয়কে (Indian) দেশে ফেরানো হয়েছে, তার নিশ্চিত সংখ্যা জানা নেই। তবে আফগানিস্তানে যত ভারতীয় ছিলেন, তাঁদের বেশিরভাগকেই উদ্ধার করে দেশে ফেরানো হয়েছে। এমনই জানানো হল কেন্দ্রের তরফে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, আফগানিস্তান থেকে কতজন ভারতীয়কে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, সেই সংখ্যা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তবে যে ভারতীয়রা আফগানিস্তান থেকে ফিরবেন বলে ইচ্ছা প্রকাশ করেন, তাঁদের প্রত্য়েককে ফেরানো হয়েছে। বা যাঁরা এখনও বাকি রয়েছেন, শিগগিরই তাঁদের দেশে নিয়ে আসা হবে বলে জানান অরিন্দম বাগচি। তবে এই মুহূর্তে নির্দিষ্ট সংখ্যাটা তিনি বলতে পারছেন না বলে জানান অরিন্দম বাগচি।
আরও পড়ুন: Afghanistan: কাবুল বিমানবন্দরে জল ৩ হাজার, এক প্লেট ভাত বিক্রি হচ্ছে ৭৫০০ টাকায়, নিঃস্ব সাধারণ মানুষ
পাশাপাশি আফগানিস্তানের অবস্থা স্থিতিশীল নয়। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। আফগানিস্তানের অবস্থা স্থিতিশীল হলে তবেই তালিবানের সঙ্গে ভারতের (India) সম্পর্ক কেমন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে।