Lufthansa (Photo Credit: Twitter)

নয়াদিল্লিঃ আকাশপথে ফের বিপত্তি! মাঝ আকাশ থেকে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ফিরে আসল হায়দরাবাদগামী (Hyderabad) লুফথানসার (Lufthansa Flight)একটি বিমান। যদিও কী কারণে ফিরতে হল ওই বিমানকে তা জানা যায়নি। জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ২:১৪ টের সময় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় লুফথানসার ফ্লাইট LH752। কিন্তু যাত্রার কয়েক ঘণ্টা পরই গতিপথ পরিবর্তন করে জার্মানিতে ফিরে যায় বিমানটি।

মিলল না অনুমতি, মাঝপথ থেকে ফিরতে হল লুফথানসার বিমানকে

ফ্রাঙ্কফুর্ট থেকে বিমানের একজন যাত্রী পিটিআই-এর সাথে কথা বলতে গিয়ে বলেন যে, বিমানের মাঝ আকাশে সবাইকে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে এবং তারা ফ্রাঙ্কফুর্টেই রাত কাটাবেন। তাঁর কথায়, "আমরা প্রায় ১৫ মিনিট আগে ফ্রাঙ্কফুর্টে ফিরে এসেছিলাম এবং কেবল তখনই বলা হয়েছিল যে হায়দরাবাদ বিমানবন্দর বিমানটিকে অবতরণের অনুমতি দেয়নি। মায়ের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ যাচ্ছিলাম। কখন যেতে পারবো জানি না।" শুধু তাই নয়, তিনি আরও বলেন, "শুরু থেকে কোনও সমস্যা ছিল না। বেশ মসৃণ ফ্লাইট ছিল। কিন্তু দুই ঘন্টা পরে তারা বলেছিল যে আমরা ফিরে যাচ্ছি। এখন তারা আমাদের থাকার ব্যবস্থা করছে এবং বলছে যে আমরা আগামীকাল সকাল ১০ টায় একই ফ্লাইটে রওনা দেবো।"

মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?