নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (ছবিঃX)

নয়াদিল্লিঃ শুল্ক (Tariff) নিয়ে টানাপড়েন অব্যাহত এরই মাঝে আমেরিকা (America) সফরে যাচ্ছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই আমেরকিকায় উড়ে যাবেন মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর চটেছেন ট্রাম্প ভারতীয় পণ্যের উপর আরও ২৫ শতাংশ অর্থাৎ মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারতও ট্রাম্পের নাম উল্লেখ না করে মোদী সাফ জানান, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনওরকম আপস করবে না ভারত সরকার

সামনেই মোদীর আমেরিকা সফর্‌, কেন তাৎপর্যপূর্ণ এই সফর?

শুল্কঝড় নিয়ে যখন অস্বস্তিতে দুই দেশ তখন মোদীর আমেরিকা সফর ঘিরে তৈরি হয়েছে নতুন সমালোচনা যদিও এই আবহে মোদীর আমেরিকা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল প্রসঙ্গত, মূলত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতেই আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী এবার নিউ ইয়র্ক সিটিতে বসছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের আসর এই অধিবেশনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি-সহ একাধিক রাষ্ট্রনেতারা এই সফরে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা য়েছে নমোর

শুল্ক ঝড়ের আবহে আমেরিকা যাচ্ছেন মোদী, কী কথা রয়েছে ট্রাম্পের সঙ্গে?