Russian Missile Attacks Ukraine's City (Photo Credit : Ukraine's Foreign Minister Dmytro Kuleba twitter)

রাশিয়ার আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে ইউক্রেনের একের পর এক প্রদেশ, শহর। যুদ্ধ চলায় আর্থিক দিক থেকেও ইউক্রেনের অবস্থা একেবারে খারাপ। আর এবার ইউক্রেনের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা মুদ্রা তহবিল (IMF)-এর। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে আর্থিক দিক থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ২.৭ বিলিয়ন মার্কিন ডলার দিল আইএমএফ।

ইউক্রেনকে ধাপে ধাপে অর্থ সাহায্য করা হবে বলে আগেই জানিয়েছিল আইএমএফ। সেই অর্থ সাহায্যের প্রথম দফায় ২.৭ বিলিয়ন মার্কিন ডলার ইউক্রেনকে পাঠাল তার। আরও পড়ুন-ওয়ালমার্টে ছাঁটাই ২০০০ কর্মী

দেখুন টুইট

IMF-এর এই অর্থ পেয়ে ইউক্রেন দেশের অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় নামবে। এখনই দেশ পুর্নগঠনের কথা না ভেবে মুদ্রাস্ফীতি, আম জনতার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের মধ্যে আনাকেই বেশী জোর দিচ্ছে ইউক্রেন প্রশাসন। যুদ্ধ চলায় ইউক্রেনে সমস্তরকম বানিজ্যিক কার্যকলাপ বন্ধ, অর্থনৈতিক দিক থেকেও অবরুদ্ধ। এখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামার কোনও লক্ষ্মণ নেই। তার মানে আগামী দিনে ইউক্রেনকে আরও আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে চলেছে।